শিরোনাম: |
নওয়াবি খিচুড়ি রেসিপি
|
বর্তমান ডেস্ক: ভুনা খিচুড়ি এমনিতেই সুস্বাদু, আর সেটা যদি ঝাল ঝাল মাংস ভুনার সঙ্গে খিচুড়ি থাকলে জমে বেশ। ভোজনরসিক বাঙালির কাছে ভীষণ প্রিয় একটি খাবার এই খিচুড়ি। আর তা যদি হয় নওয়াবি খিচুড়ি, তবে তো কথাই নেই। সাধারণ খিচুড়ির উপকরণের থেকে নওয়াবি খিচুড়ির উপকরণ কিছুটা আলাদা। তাই সঠিক রেসিপি জানা না থাকলে আসল স্বাদ পাওয়া যাবে না। চলুন তবে জেনে নেয়া যাক নওয়াবি খিচুড়ি রান্না রেসিপিটি- প্রণালী: প্রথমে চাল ও ডাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। একটি প্যানে সামান্য তেল দিয়ে গরম করে আদা বাটা দিয়ে দিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। বাদাম কুচিসহ সব মশলা দিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নিন। এরপর তাতে চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে চাল কষিয়ে নিন। এতে ঘন দুধ দিয়ে ভালো করে নেড়ে নিন। প্রয়োজন মতো পানি দিয়ে ঢেকে দিন। পানি কমে চাল সিদ্ধ হয়ে এলে কিশমিশ ও দুই টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে ঢাকনা বন্ধ করে একটি তাওয়ার ওপর দিয়ে দমে বসান। ১০ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু নওয়াবি খিচুড়ি। |