শিরোনাম: |
রোনালদোর দুর্দান্ত ফ্রি-কিকে আল নাসরের জয়
|
![]() আগের রাউন্ডে আল-ইত্তিহাদের মাঠে হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারিয়েছিলো আল নাসের। গত মঙ্গলবার কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে আভার বিপক্ষে দল ৩-১ গোলে জিতলেও ব্যক্তিগতভাবে তেমন আলো ছড়াতে পারেননি রোনালদো। উল্টো মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। শেষ দিকে তাকে তুলে নেন আল নাসর কোচ। সব মিলিয়েই সময়টা ভালো যাচ্ছিল না পর্তুগিজ তারকার। আভার বিপক্ষেই এবার লিগ ম্যাচে নেমে ২৬তম মিনিটে গোল হজম করে বিপাকে পড়ে আল নাসের, গোলটি করেন আব্দুল ফাত্তাহ আদাম আহমেদ। আক্রমণ পাল্টা আক্রমণ করেও খেলায় ফিরতে পারছিলোনা ক্লাবটি। কিন্তু অবশেষে ৭৮তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। ৩০ গজ দূর থেকে ফ্রি-কিকে অসাধারণ গোল করেন ৩৮ বছর বয়সী এই তারকা। এটি রোনালদোর ক্যারিয়ারে ৫৯তম ফ্রি-কিক গোল। এর পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। আর ৮৬তম মিনিটে আল নাসেরের সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন তালিসকা। ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাসের। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। |