বৃহস্পতিবার ৮ মে ২০২৫ ২৫ বৈশাখ ১৪৩২
তৃতীয় ওয়ানডের দল ঘোষণা, নেই আফিফ-শরিফুল
Published : Tuesday, 21 March, 2023 at 6:00 AM, Count : 131

বর্তমান ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আগের দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন। আফিফের পাশাপাশি দলে ছিলেন শরিফুল ইসলামও। কোনো ম্যাচ না খেলে জায়গা হারিয়েছেন তিনিও। দলে থাকা বাকি পেসাররা দুর্দান্ত ফর্মে থাকায় এই তরুণকে দলে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেনি টিম ম্যানেজমেন্ট।

তাদের বিকল্প হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে দলে ডাকা হয়নি। আগামী ২৩ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে লিড নিয়েছে টাইগাররা। যদিও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।

শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দল- তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং জাকির হাসান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com