রবিবার ৪ মে ২০২৫ ২১ বৈশাখ ১৪৩২
অস্ট্রেলিয়ায় ঝড়ের আঘাত, নিহত ৮
Published : Wednesday, 27 December, 2023 at 6:00 AM, Count : 299

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রবল ঝড়ের আঘাতে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

বড়দিনের ছুটির মধ্যেই এ ঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে গাছপালা এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে। আর কয়েক হাজার পরিবারও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ড রাজ্যের পুলিশ এবং উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

কুইন্সল্যান্ডের বিদ্যুৎ কোম্পানি এনারজেক্স জানায়, ঝড়ের কারণে এক হাজারের বেশি বিদ্যুৎ লাইন ভেঙে গেছে। এতে প্রায় ৮৬ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে।

ঝড়ের কারণে বৃষ্টি এবং আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের উপকণ্ঠে ৮ বছর বয়সী একটি শিশু পানির স্রোতে ভেসে গেছে। ব্রিসবেন থেকে ১৮০ কিলোমিটার উত্তরের গিমপি শহরে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের ডেপুটি কমিশনার কেভিন ওয়ালশ বলেন, বুধবারও উদ্ধারকারী দলগুলো ওই এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাবে।

গিমপির মেয়র গ্লেন হার্টউইগ এবিসি নিউজকে বলেন, ক্রিসমাসের সময় এ ধরনের পরিস্থিতি পরিবারগুলোর জন্য খুবই দুঃখজনক। দেশটির পূর্ব উপকূলে গত ২৫ এবং ২৬ ডিসেম্বর কয়েক দফা বজ্রপাতের ঘটনা ঘটেছে। আকস্মিক ঝড় এবং বন্যায় বেশ কিছু নদী প্লাবিত হয়েছে। আর প্রবল বাতাসে বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে। বেশ কিছু এলাকায় গাছও উপড়ে গেছে।

ঝড়ের সময় সাগরে ১১ জন আরোহীসহ একটি নৌকা উল্টে যায়। পুলিশ জানায়, বুধবারের ওই ঘটনায় তিনজন ডুবে গেছে। আর আটজনকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : আল জাজিরা



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com