শিরোনাম: |
আইসিসির আন্তর্জাতিক প্যানেলে নতুন বাংলাদেশি আম্পায়ার
|
![]() কিছুদিন আগেই আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে যোগ দিয়েছেন শরফুদ্দৌল্লা ইবনে সৈকত। ফলে আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের একজন আম্পায়ার কম ছিল। সেই জায়গাটাই পূরণ করছেন মোর্শেদ। এছাড়া আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের আছেন আরও তিন আম্পায়ার। তারা হলেন গাজী সোহেল, তানভীর আহমেদ ও মাসুদুর রহমান। এবার সেই তালিকায় চতুর্থ আম্পায়ার হিসেবে যোগ দিলেন মোর্শেদ। আইসিসি সহযোগী দেশগুলোর ৬ টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মেয়েদের ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি। |