বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
আইসিসির আন্তর্জাতিক প্যানেলে নতুন বাংলাদেশি আম্পায়ার
Published : Tuesday, 23 April, 2024 at 6:00 AM, Count : 96

বর্তমান ডেস্ক: বাংলাদেশের আম্পায়াররা এনে দিচ্ছেন একের পর এক সাফল্য। এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে যোগ হলেন বাংলাদেশের মোর্শেদ আলী খান।

কিছুদিন আগেই আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে যোগ দিয়েছেন শরফুদ্দৌল্লা ইবনে সৈকত। ফলে আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের একজন আম্পায়ার কম ছিল। সেই জায়গাটাই পূরণ করছেন মোর্শেদ।

এছাড়া আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের আছেন আরও তিন আম্পায়ার। তারা হলেন গাজী সোহেল, তানভীর আহমেদ ও মাসুদুর রহমান। এবার সেই তালিকায় চতুর্থ আম্পায়ার হিসেবে যোগ দিলেন মোর্শেদ।

আইসিসি সহযোগী দেশগুলোর ৬ টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মেয়েদের ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com