শনিবার ১০ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
Published : Tuesday, 23 July, 2024 at 6:00 AM, Count : 99

বর্তমান প্রতিবেদক: দেশের বর্তমান পরিস্থিতিতে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা অচল হয়ে পড়েছে। নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের উপার্জনের স্বাভাবিক কার্যক্রমও সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় দলের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। বিবৃতিতে সমাজের বিত্তবানদেরও খেটে খাওয়া মানুষের জন্য সহায়তার হাত বাড়াতে অনুরোধ করেন সরকারপ্রধান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com