বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
ওয়ানডের বর্ষসেরা আফগান অলরাউন্ডার
Published : Monday, 27 January, 2025 at 6:00 AM, Update: 27.01.2025 6:17:25 PM, Count : 322

বর্তমান ডেস্ক: গত বছর ব্যাট-বলে আলো ছড়ানো পারফরম্যান্সে দাপট দেখিয়েছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। যার স্বীকৃতি দিয়েছে আইসিসি। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব জিতেছেন তিনি।

দেশটির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা হয়েছেন ওমরজাই। বল হাতে গতির ঝড়ের পাশাপাশি তার বহুমুখী ব্যাটিং আফগানিস্তানকে নতুন এক ধাঁপে নিয়ে গেছে।  

২৪ বছর বয়সী টি-টোয়েয়ন্টি ফরম্যাটেও ছিলেন দুর্দান্ত। কিন্তু ওয়ানডেতেই ছাপ রেখেছেন বেশি। গত বছরে নিজ দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। বল হাতেও ছিলেন দ্বিতীয় সেরা। আফগানিস্তানের টানা চার ওয়ানডে সিরিজ জয়ে তিনিই ছিলেন কেন্দ্রীয় চরিত্র। এই সময়ে আফগানিস্তান আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে।

তার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স ছিল শারজায় বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। সিরিজ নির্ধারণী ম্যাচে আজমতউল্লাহ বল হাতে ছিলেন ভীষণ কৃপণ। শুধু কি তাই? ডেথ ওভারগুলোতে তার নৈপুণ্যে ভালো ফিনিশিংটা পায়নি টাইগাররা। নাহলে স্কোরবোর্ডে ভালো রান সংগ্রহ করা যেত। তিনি সেই পথে কাঁটা বিছিয়ে দেন সেট ব্যাটার মেহেদী হাসান মিরাজকে আউট করে। শেষ দিকে তিন উইকেট নিয়ে ৩৭ রানে শিকার করেছেন ৪টি। তার পর তো ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। ৮৪ রানে ৩ উইকেট পতনের পর ক্রিজে আসেন আজমতউল্লাহ। তখন রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে জয়ের মঞ্চ গড়েছেন। গুরবাজ আউট হলে রানের গতি বাড়িয়ে তার পর জয় নিশ্চিত করেছেন আজমতউল্লাহই। শেষ পর্যন্ত ৭৭ বলে ৭০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ঝড়ো ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com