শিরোনাম: |
ওয়ানডের বর্ষসেরা আফগান অলরাউন্ডার
|
![]() দেশটির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা হয়েছেন ওমরজাই। বল হাতে গতির ঝড়ের পাশাপাশি তার বহুমুখী ব্যাটিং আফগানিস্তানকে নতুন এক ধাঁপে নিয়ে গেছে। ২৪ বছর বয়সী টি-টোয়েয়ন্টি ফরম্যাটেও ছিলেন দুর্দান্ত। কিন্তু ওয়ানডেতেই ছাপ রেখেছেন বেশি। গত বছরে নিজ দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। বল হাতেও ছিলেন দ্বিতীয় সেরা। আফগানিস্তানের টানা চার ওয়ানডে সিরিজ জয়ে তিনিই ছিলেন কেন্দ্রীয় চরিত্র। এই সময়ে আফগানিস্তান আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে। তার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স ছিল শারজায় বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। সিরিজ নির্ধারণী ম্যাচে আজমতউল্লাহ বল হাতে ছিলেন ভীষণ কৃপণ। শুধু কি তাই? ডেথ ওভারগুলোতে তার নৈপুণ্যে ভালো ফিনিশিংটা পায়নি টাইগাররা। নাহলে স্কোরবোর্ডে ভালো রান সংগ্রহ করা যেত। তিনি সেই পথে কাঁটা বিছিয়ে দেন সেট ব্যাটার মেহেদী হাসান মিরাজকে আউট করে। শেষ দিকে তিন উইকেট নিয়ে ৩৭ রানে শিকার করেছেন ৪টি। তার পর তো ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। ৮৪ রানে ৩ উইকেট পতনের পর ক্রিজে আসেন আজমতউল্লাহ। তখন রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে জয়ের মঞ্চ গড়েছেন। গুরবাজ আউট হলে রানের গতি বাড়িয়ে তার পর জয় নিশ্চিত করেছেন আজমতউল্লাহই। শেষ পর্যন্ত ৭৭ বলে ৭০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ঝড়ো ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান। |