মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৬ ফাল্গুন ১৪৩১
বিপিএল
রাজশাহীর বিদায় লিখে খুলনাকে সুপার ফোরে নিলেন মিরাজ
Published : Saturday, 1 February, 2025 at 6:00 AM, Count : 331

বর্তমান ডেস্ক: সমীকরণে খুলনা টাইগার্সের সামনে খুব বেশি শর্ত ছিল না। জিতলেই সুপার ফোর। হারলে গ্রুপ পর্বে বিদায়। শেষ চারে নাম উঠবে দুর্বার রাজশাহীর। এই সমীকরণ অধিনায়ক মেহেদী মিরাজের ব্যাটে পানির মতো সহজ করে জিতেছে খুলনা। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ওপেনিংয়ে নেমে টি-২০’র দ্বিতীয় সেরা ইনিংস খেলেছেন তিনি। ১৯ বল থাকতে দলকে জিতিয়েছেন ৬ উইকেটে।
এই জয়ে ১২ ম্যাচের ৬টিতে জিতে বিপিএলের সুপার ফোর নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। তাদের সমান ৬ জয় তুলে নিয়েছিল রাজশাহীও। কিন্তু নেট রান রেটে খুলনা এগিয়ে থাকা চতুর্থ দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে তারা। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর খেলতে নামবে মেহেদী মিরাজের দল।

মিরপুর স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটালস। দলটির ওপেনার তানজিদ তামিম দারুণ এক ফিফটি করেন। কিন্তু অন্য ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে আটকে যায় ঢাকা। দলটির অন্যতম মালিক শাকিব খান এদিন মাঠে উপস্থিত ছিলেন।

ঢাকার হয়ে ওপেনার তামিম ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। বাঁ-হাতি এই ব্যটার ৭টি ছক্কার শট খেলেন। চার মারেন মাত্র একটি। দলটির সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন সাব্বির রহমান। তার ১৭ বলের ইনিংসে দুটি চার ও একটি ছক্কা মারেন। এছাড়া লিটন দাস ১০ ও মেহেদী রানা ১৩ রান যোগ করেন।

জবাবে ১৬.৩ ওভারে জয় তুলে নেয় খুলনা। দলটির অধিনায়ক মিরাজ ৫৫ বলে ৭৪ রান যোগ করেন। পাঁচটি চারের সঙ্গে চারটি ছক্কা তোলেন এই স্পিন অলরাউন্ডার। অ্যালেক্স রস খেলেন ১৯ বলে ২২ রানের ইনিংস। খুলনার হয়ে আগুনে বোলিং করেন হাসান মাহমুদ। ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। উইলিয়াম বসিস্টো ৪ ওভারে ১০ রান দিয়ে নেন ২ উইকেট।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]