বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বরিশালে সেনা সদস্যকে অপহরণ!
বিএনপি নেতাসহ গ্রেফতার-৩, যুব ও স্বেচ্ছাসেবক দলের ১২ নেতার নামে মামলা
Published : Tuesday, 25 March, 2025 at 6:00 AM, Count : 618

মামুন-অর-রশিদ, বরিশাল ব্যুরো: বরিশালে বালুমহল ইজারা দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা আব্দুল মতিন কাজী। মামলায় ১২ জনের নাম উল্লেখ ও ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

তাদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। সন্ধ্যার দিকে আদালতে উপস্থিত করা হলে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তারা হলেন- বরিশালের হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন (৪২), জেলা ছাত্রদলের সহসভাপতি নূর হোসেন সুজন (৩৫) ও হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার (৩৫)।
এছাড়া পলাতক আসামিরা হলেন- বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান ওরফে মাসুদ রাঢ়ী, মহানগর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও হোটেল রিচমার্টে মালিক বেলায়েত হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম ও সদস্যসচিব কামরুল ইসলাম, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা রুবেল, গণপাড়ার মো. জাহিদ।
কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান মামলার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিসি ভবনে রিচমার্ট হোটেল থেকে আটক ৩ জনকে মঙ্গলবার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী মতিন কাজীর ব্যবসায়ীক অংশীদার ও মামলার ২ নম্বর সাক্ষী আব্দুল বাসেত জানান, বরিশালের হিজলা উপজেলার বালুমহাল ইজারা নিতে সোমবার দুপুর দেড়টার দিকে দরপত্র জমা দিতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় যান তারা। এতে বাধা দেন আসামিরা। জোর করে দরপত্র জমা দিলে তারা আমাদের ওপর চড়াও হন। একপর্যায় আসামিরা মতিনের ভাতিজা সেনা সদস্য জাফরকে জেলা প্রশাসক কার্যালয় থেকে অপহরণ করে লঞ্চঘাট এলাকায় রিচমার্ট হোটেলের ৩১০ নম্বর কক্ষে আটকে রাখে। সেখানে তিনি নিজেকে সেনা বাহিনীর ল্যান্স কর্পোরাল পরিচয় দেয়ার পরও তাকে মারধর করে সঙ্গে থাকা স্বর্ণলংকার, আইফোন এবং নগদ টাকা রেখে দেয়। বিষয়টি সেনাবাহিনীকে জানানোর পর সেনাবাহিনী রিচমার্ট হোটেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার ৩ জনকে আটক করে।

জানা গেছে, সোমবার সন্ধ্যার পর সেনাবাহিনী রিচমার্ট হোটেলে অভিযান চালিয়ে হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনির হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি নুর হোসেন সুজন ও হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকারকে আটক করেছে। হোটেলে আরও অনেকে থাকলেও তারা নানা কৌশলে পালিয়ে যান।

হোটেলটির অন্যতম মালিক যুবদল নেতা বেলায়েত হোসেন। দরপত্রে অংশ নিতে সিডিউল ক্রেতা অনেককে বিভিন্ন কৌশলে ডেকে এনে সোমবার ওই হোটেলে আটকে রাখা হয়েছিলো। হোটেল রিসমার্টে আগেও একই ধরনের অনৈতিক কর্মকান্ড সংঘটিত হয় বলে দাবি স্থানীয়দের।
মামলার স্বাক্ষী বাসেত আরও জানান, ১৩ কোটি টাকার সর্বোচ্চ দরদাতা হিসাবে মেঘনার বালুমহাল তারা ইজারা পেয়েছেন।
তবে মামলার অন্যতম আসামি মহানগর মহিলা দলের সাংগঠনিক ফরিদা বেগম জানান, ফরিদা অভিযোগ করেন, সোমবার প্রত্যুষে একদল যুবক নগরীর চাঁদমারী এলাকায় তার বাসায় হানা দিয়ে তার দরপত্র ছিনিয়ে নিয়েছে।

দরপত্র ক্রয়কারী মফিজুল ইসলাম নামক আরেকজন অভিযোগ করেন, তিনি সাড়ে ৩ কোটি টাকার পে-অর্ডার কেটেও দরপত্র জমা দিতে পারেননি। মেঘনার বালুমহাল পুন:দরপত্রের জন্য আবেদন করবেন তিনি। এদিকে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট পরবর্তী হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনির হোসেনের নেতৃত্বে গোটা উপজেলায় লুটপাট চালানো হয়। তাদের এই লুটপাটের হাত থেকে রেহাই পায় খোদ নিজ দলীয় নেতাকর্মীরাও। উপজেলার ধুলখোলা ইউনিয়নের এক বিএনপি নেতা প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে তার কাছ থেকে ৮ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ করেছেন। তাদের এসব কর্মকান্ডের লিখিত অভিযোগ দিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন অর্ধশত নারী-পুরুষ। কিন্তু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার কারণে বারবার রেহাই পেয়ে যান। ওই স্বেচ্ছাসেবকদল নেতার নেতৃত্বেই মূলত গ্রেপ্তার তিনজনসহ আসামীরা ৫ আগষ্ট পরবর্তী অবৈধভাবে বালু কেটে টাকার পাহাড় গড়ে তুলেছেন।

এবিষয়ে বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহীদুল্লাহ বলেন, ব্যক্তির অপরাধের দ্বায় দল নেবেনা। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরিশালের হিজলা উপজেলায় সাংগঠনিক সফরে আসলে দেয়াদবি করে তৎকালীন ছাত্রদল সভাপতি মনির হোসেন। তখন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল মনিরকে ছাত্রদল থেকে বহিস্কার করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com