শিরোনাম: |
রাজধানীতে ১০০ একর জমি অবৈধ দখলমুক্ত করল পাউবো
|
![]() রাজধানীতে ১০০ একর জমি অবৈধ দখলমুক্ত করল পাউবো প্রায় ১০০ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড। বুধবার সকাল ৯টা থেকে অধিগ্রহণকৃত জমি (মিরপুর বেড়িবাঁধ) থেকে এসব অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য অংশীজন অংশ নেয়। অভিযানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিগ্রহণকৃত জমি (মিরপুর বেড়িবাঁধ) থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পানি উন্নয়ন বোর্ড জানায়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চেইনেজ কিমি ৮.৫০ (পঞ্চবটি) থেকে কিমি ১৪.০০ (গোরানচটবাড়ি ৮ ভেন্ট রেগুলেটর) পর্যন্ত অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ চলাকালীন মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার, এনডিই রেডিমিক্স প্লান্ট-২ সহ বিরুলিয়া এলাকার অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এতে আরো বলা হয়, অভিযানে প্রায় ১০০ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়। বিকাল সোয়া ৫ টায় প্রথম দিনের উচ্ছেদ অভিযান শেষ হয়। পরবর্তী দিনে যথারীতি উচ্ছেদ কার্যক্রম পুনরায় শুরু হবে। |