শিরোনাম: |
রেমিট্যান্স যোদ্ধাদের অংশগ্রহণে দূতাবাসে চলচ্চিত্র প্রদর্শনী
|
![]() জুলাই গণ-অভ্যুত্থানের দিবসসমূহ পালন উপলক্ষ্যে রেমিট্যান্স যোদ্ধাদের অংশগ্রহণে বিদেশে বাংলাদেশ দূতাবাসমূহে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেশের সকল জেলার ডিসি অফিসে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠানে অভিভাবক সমাবেশ ও ‘মাদার্স অব জুলাই’ নিয়ে নির্মিত চলচ্চিত্র এবং ‘জার্নালিস্ট অব জুলাই’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘বিডিআর ম্যাসাকার’, ‘স্পটলাইট অন জুলাই হিরোস’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। যাত্রাবাড়ী মোড়ে ‘সাদা জোব্বাঃ লাল রক্ত’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই অনির্বাণ’, ‘জুলাই উইমেন’, ‘প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ঢাকা ইউনিভার্সিটি প্রটেস্ট ডেইস’, ‘দীপক কুমার গোস্বামী স্পিকিং’, ‘আবরার ফাহাদ’, ‘বিডিআর ম্যাসাকার’ ও ‘এনফোর্সড ডিসাপিয়ারেন্স’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এছাড়া, ‘কালচারাল প্যারাডিম শিফট’ চলচ্চিত্র ও ‘বৌদ্ধ পূর্ণিমা’ নিয়ে টিভিসি প্রচার করা হবে। ‘জুলাই অনির্বাণ’সহ জুলাইয়ের গান ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এছাড়া, স্কুলগুলোতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ঢাকাসহ বিভিন্ন দরগাহে সুফিসংগীত ও দোয়ার আয়োজন করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের বাছাইকৃত প্রতিবেদন নিয়ে গ্রন্থ প্রকাশ করা হবে। জুলাই আন্দোলনের ছয় শহীদ সাংবাদিকের পরিবারকে সম্মাননা প্রদান করা হবে। এছাড়া, শিল্পকলার মঞ্চে জুলাই যোদ্ধাদের গল্প বলা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১৪ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে বিভিন্ন সময়ে নোটস অন জুলাইয়ের নির্বাচিত ছবি দিয়ে পোস্টকার্ড ডিজাইন করা হয়েছে, যা ভলান্টিয়াররা জনসমাগমে নিয়ে যাবেন এবং জনগণ পোস্টকার্ডে নিজেদের জুলাইয়ের অভিজ্ঞতা লিখতে পারবেন। তাছাড়া, ৫ আগস্ট পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। |