বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
অবশেষে সমাবেশ মঞ্চে এনসিপি নেতারা
Published : Wednesday, 16 July, 2025 at 6:00 AM, Update: 16.07.2025 2:42:34 PM, Count : 211


অনলাইন ডেস্ক


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা সমাবেশ মঞ্চে উঠেছেন। দুপুর ২টায় তারা মঞ্চে উঠেন। এর আগে বুধবার দুপুর ১টার দিকে দলটির নেতারা গোপালগঞ্জে প্রবেশ করেন।

এই সমাবেশকে ঘিরে পুলিশের গাড়ি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগ হামলা চালায়। সর্বশেষ সমাবেশ মঞ্চেও হামলা ও ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও গাছ কেটে রাস্তা অবরোধ করে তারা। এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করে এদিন দুপুর ২টায় সমাবেশ মঞ্চে উঠেন এনসিপি নেতারা।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলাগোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

সভায় উপস্থিত আছেন—এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে বরিশাল থেকে বুধবার সকাল পৌনে ১১টার দিকে তারা বরিশাল সার্কিট হাউজ থেকে সড়ক পথে কোটালীপাড়া হয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা হন দলটির নেতারা।

তবে গোপালগঞ্জের পথসভাকে কেন্দ্র করে আগে থেকেই ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা সদর উপজেলার ঘাটিয়াগড় চরপাড়া এলাকায় টহলরত পুলিশের ওপর হামলা চালালে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন—গোপীনাথ পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়ি চালক কাউসার। আরেকজনের পরিচয় জানা যায়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com