শিরোনাম: |
খাদিজার হামলাকারীর দ্রুত বিচার আইনে শাস্তি চাই: আহমদ আলী মুকিব
|
![]() জেদ্দার একটি হল রুমে সৌদিআরব সিলেট প্রবাসী সিলেট বিভাগের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস’কে কুপিয়ে নির্মমভাবে আহত করার প্রতিবাদে সৌদিআরব সিলেট প্রবাসীদের উদ্দোগে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। মুকিব আরো বলেন, এধরনের সন্ত্রাসীদের কে প্রশ্রয় দেওয়ার কারনে বার বার হামলার স্বীকার হচ্ছে নিরীহ নারী ও পুরুষ। এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নিয়ে দৃষ্ঠান্তমূলক শাস্তি না দিলে এরকম আরও অনেক পিতা মাতা তাদের সন্তানদেরকে লেখাপড়ায় পাঠাতে নিরোত্সাহিত হবেন। তাই এদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে রুখে দাড়াতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব বিএনপির প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান। ওয়েছ আহমেদ এর সভাপতিত্ব ও , টিপু সুলতান এর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেফায়েত উল্লাহ কিসমত এম আজাদ চয়ন, মনিরুজ্জামান তপন, কয়েছ আহমেদ, মুস্তাক নাজমুল হাবিবুর হেলাল, আব্দুল্লাহ সাইদ প্রমুখ। |