মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৬ ফাল্গুন ১৪৩১
অনূর্ধ্ব-১৯ নারী দল
ছোটদের বিশ্বকাপে ক্যারিবিয়ানদের ১০ উইকেটে হারালো মেয়েরা
Published : Tuesday, 28 January, 2025 at 6:00 AM, Count : 233

বর্তমান ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করেছে নিগার সুলতানারা। একই দিনে মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ নারী দল মুখোমুখি হয়েছিল ক্যারিবীয়দের ছোটদের বিপক্ষে। সেই ম্যাচে জ্যোতিদের হারের বদলা নিয়েছে বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে তারা ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। যদিও এই জয়ে লাভ হয়নি। সুপার সিক্সের প্রথম ম্যাচে হেরে যাওয়াতে সেমিফাইনাল খেলা হচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।

কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ১৩ ওভারে। আগে ব্যাটিং করে ক্যারিবীয় মেয়েরা ৫৪ রান সংগ্রহ করেছে। ৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৮.৫ ওভারে বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ফাহমিদা ছোঁয়ার ব্যাট থেকে আসে ১৪ রান এবং জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাট থেকে আসে ২৫ রানের ইনিংস।


এর আগে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানো হয়। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলাদের সামনে অনেকটা অসহায় হয়ে পড়েন উইন্ডিজের ‘ছোট’রা। ম্যাচের দৈর্ঘ্য কমে যাওয়ায় ১৩ ওভারে ৬ উইকেটে তারা সংগ্রহ করে ৫৪ রান। ইনিংস সর্বোচ্চ ১৬ রান করেন অমৃতা রামতাহাল।

বাংলাদেশের নিশিতা আক্তার নিশি ৩ ওভারে ১১ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া আনিসা আক্তার সোবা দুটি এবং জান্নাতুল মাওয়া পেয়েছেন একটি উইকেট।

মঙ্গলবার ১০ উইকেটে জিতেও অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলা হচ্ছে না বাংলাদেশের। কারণ ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের গ্রুপ ওয়ানে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। ভারতের কাছে হেরেই মূলত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]