মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৬ ফাল্গুন ১৪৩১
বিপিএল
এবার রংপুরকে হারিয়ে শেষ চারের পথে চট্টগ্রাম
Published : Wednesday, 29 January, 2025 at 6:00 AM, Count : 242

বর্তমান ডেস্ক: চলতি বিপিএলে টানা ৮ ম্যাচে জিতে সবার আগে সুপার ফোর নিশ্চিত করে রংপুর রাইডার্স। ওই রংপুরকে প্রথম হারের স্বাদ দেয় দুর্বার রাজশাহী। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাসকিনদের রাজশাহী হারিয়েছে রংপুরকে। শেষ চারের পথে এক পা দিয়ে রেখেছে তারা।

এবার রংপুর রাইডার্সকে হারাল চট্টগ্রাম কিংস। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ৫ উইকেটে ১৪৩ রান তোলে রংপুর। জবাবে ১৪ বল থাকতে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। ঝড়ো ইনিংস খেলেন পাকিস্তানি ব্যাটার হায়দার আলী।


এই জয়ে সুপার ফোরের পথে এক পা দিয়ে ফেলেছে চট্টগ্রামও। ১০ ম্যাচে ৬ জয় পেয়েছে দলটি। খুলনা টাইগার্স তাদের হাতে থাকা দুই ম্যাচের একটিতে হারলেই রাজশাহী ও চট্টগ্রামের শেষ চার নিশ্চিত হয়ে যাবে। এছাড়া চট্টগ্রাম গ্রুপ পর্বে তাদের বাকি দুই ম্যাচের একটিতে জিতলেও নিশ্চিত হবে শেষ চার।

অন্য দিকে টানা তিন ম্যাচে পরাজিত হওয়ায় রংপুর রাইডার্সের সরাসরি কোয়ালিফায়ারে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এদিন রংপুরের হয়ে ওপেনার সৌম্য সরকার ১৭ বলে ২৩ রান করেন। ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন ইফতিখার আহমেদ। তার ৪৭ বলের ইনিংসটি সাতটি চার ও তিন ছক্কায় সাজানো ছিল।

জবাবে চট্টগ্রাম শুরুতে উইকেট হারালেও পারভেজ ইমন, গ্রাহাম ক্লার্ক ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে জয়ের পথে এগিয়ে ছিল। ইমন ৪৩ বলে ৪১ রান করেন। দুটি করে চার ও ছক্কা মারেন। ক্লার্ক ১২ বলে ১৫ রানের ইনিংস খেলেন। মিঠুন ১৫ বলে ২০ রান যোগ করেন।

ম্যাচ জয়ী ইনিংস খেলা হায়দার ১৮ বলে ৪৮ রান করেন। ছয়টি ছক্কা ও একটি চার মারেন তিনি। এর মধ্যে স্বদেশি আকিফ জাভেদের ১৮তম ওভারে পরপর চারটি ছক্কা তোলেন এই মিডল অর্ডার ব্যাটার।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]