শিরোনাম: |
যুক্তরাষ্ট্রের নির্বাচন চলছে
|
![]() প্রথা অনুযায়ী, নভেম্বরের প্রথম সোমবারের পরদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছে। ১৮-র ওপর প্রত্যেক মার্কিন নাগরিকই ভোট দিতে পারেন, তবে এজন্য আগে থেকেই নিবন্ধন করতে হয়। যুক্তরাষ্ট্রে এখন প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা প্রায় ২২ কোটি। এবার ৫০টি অঙ্গরাজ্যের প্রায় ১৪ কোটি ৬০ লাখ ভোটার নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন। নির্বাচনের দিন কোনো সাধারণ ছুটি না থাকায় বিপাকে পড়েন ভোটাররা। এ কারণে ভোটের হারও কম হয় বলে অনেকে মনে করেন। সর্বশেষ ২০১২ সালে ভোটদানের হার ছিল ৫৭ দশমিক ৫০ শতাংশ। ৮ নভেম্বর ভোটদাতারা ৫৩৮ ইলেক্টোরাল কলেজ সদস্য মনোনীত করবেন। এ কলেজ সদস্যরাই পরে ভোট দিয়ে প্রেসিডেন্ট ঠিক করবেন। জিততে হলে কোনো প্রার্থীকে ইলেক্টোরাল কলেজ ভোটের অর্ধেকের চেয়ে বেশি ভোট, অর্থাত্ অন্তত ২৭০টি ভোট পেতে হবে। দুটি বাদে ৪৮টি অঙ্গরাজ্যে বিজয়ী প্রার্থী সবগুলো ইলেক্টোরাল ভোটের মালিক হবেন, যে নিয়মকে ‘উইনার টেক অল’ বলা হয়। মেইনে এবং নেব্রাস্কায় এ নিয়ম খাটবে না। প্রতি ১০ বছর পরপর জনসংখ্যা বিচারে রাজ্যগুলোর ইলেক্টোরাল ভোটের সংখ্যা ঠিক হয়। ২০০৪ সালে ফ্লোরিডায় ইলেকটোরালের সংখ্যা ছিল ২৭, জনসংখ্যা বাড়ায় এবার সেখানে ইলেকটোরালের সংখ্যা ২৯। |