রবিবার ১১ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
যুক্তরাষ্ট্রের নির্বাচন চলছে
Published : Thursday, 17 November, 2016 at 6:00 AM, Count : 316

বর্তমান ডেস্ক : ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন করতে গতকাল মঙ্গলবার ভোট দেন যুক্তরাষ্ট্রের জনগণ। এরই মধ্যে প্রবাসীদের ডাকযোগে ভোট ও অনলাইন ভোট সম্পন্ন হয়েছে। ৩৮টি রাজ্যে আগাম ভোট গ্রহণ হয়েছে। গতকালের ভোট গ্রহণের পর ডিসেম্বরে হবে ইলেক্টোরাল ভোট গণনা। এরপর জানুয়ারিতে ফলাফল ঘোষণা। অভ্যন্তরীণ নানা বিষয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবারের নির্বাচন হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। মাঠের পাশাপাশি নির্বাচন জমে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিভিন্নভাবে খোঁজ রাখার চেষ্টা করছে নির্বাচনের নানান হালচাল।

প্রথা অনুযায়ী, নভেম্বরের প্রথম সোমবারের পরদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছে। ১৮-র ওপর প্রত্যেক মার্কিন নাগরিকই ভোট দিতে পারেন, তবে এজন্য আগে থেকেই নিবন্ধন করতে হয়। যুক্তরাষ্ট্রে এখন প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা প্রায় ২২ কোটি। এবার ৫০টি অঙ্গরাজ্যের প্রায় ১৪ কোটি ৬০ লাখ ভোটার নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন। নির্বাচনের দিন কোনো সাধারণ ছুটি না থাকায় বিপাকে পড়েন ভোটাররা। এ কারণে ভোটের হারও কম হয় বলে অনেকে মনে করেন। সর্বশেষ ২০১২ সালে ভোটদানের হার ছিল ৫৭ দশমিক ৫০ শতাংশ। ৮ নভেম্বর ভোটদাতারা ৫৩৮ ইলেক্টোরাল কলেজ সদস্য মনোনীত করবেন। এ কলেজ সদস্যরাই পরে ভোট দিয়ে প্রেসিডেন্ট ঠিক করবেন। জিততে হলে কোনো প্রার্থীকে ইলেক্টোরাল কলেজ ভোটের অর্ধেকের চেয়ে বেশি ভোট, অর্থাত্ অন্তত ২৭০টি ভোট পেতে হবে। দুটি বাদে ৪৮টি অঙ্গরাজ্যে বিজয়ী প্রার্থী সবগুলো ইলেক্টোরাল ভোটের মালিক হবেন, যে নিয়মকে ‘উইনার টেক অল’ বলা হয়। মেইনে এবং নেব্রাস্কায় এ নিয়ম খাটবে না। প্রতি ১০ বছর পরপর জনসংখ্যা বিচারে রাজ্যগুলোর ইলেক্টোরাল ভোটের সংখ্যা ঠিক হয়। ২০০৪ সালে ফ্লোরিডায় ইলেকটোরালের সংখ্যা ছিল ২৭, জনসংখ্যা বাড়ায় এবার সেখানে ইলেকটোরালের সংখ্যা ২৯।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com