রবিবার ১১ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
গজারিয়ায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর পাষণ্ড স্বামীর আত্মসমর্পণ
Published : Thursday, 17 November, 2016 at 6:00 AM, Count : 191

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ গজারিয়ার ভিটিকান্দি গ্রামে মঙ্গলবার স্ত্রী হাসনাহেনা ওরফে হোসনাকে (২৮) নৃশংসভাবে হত্যার পর স্বামী সোহের রানা (৩৫) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। প্রতিবেশীরা জানায়, সকালে সোহেল তার স্ত্রীকে শাপলা তোলার নাম করে জেএমআই ইন্ডাস্ট্রির পিছনের ডোবায় নিয়ে যায়।

সেখানে নিয়ে তিনি প্রথমে শ্বাস রোধ করে স্ত্রী হত্যা করে পরে মৃত্যু নিশ্চিত করতে ব্লেড দিয়ে গলা ও মুখ মন্ডলের বিভিন্ন জায়গা কেটে দেন। পরে থানায় এসে আত্মসমর্পণ করেন। পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিতে দুপুরে ডোবা থেকে লাশ উদ্ধার করেছে।

হত্যার কারণ হিসেবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীর পরকীয়ার কথা তিনি বলেছেন। এ ব্যাপারে ওসি হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, আত্মসমর্পণের পর তার তথ্য মতে আমরা এলাকাবাসীর সহযোগিতায় লাশ উদ্ধার করেছি। আসামি পুলিশ হেফাজতে রয়েছে।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com