শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
দশমিনায় ১৫টি স্কুলভবন ঝুঁকিপূর্ণ, আতঙ্কে শিক্ষার্থীরা
Published : Monday, 21 November, 2016 at 6:00 AM, Update: 21.11.2016 8:52:35 PM, Count : 296

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলার ১৫টি স্কুলভবন জরাজীর্ণ অবস্থা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে পাঠদানে অংশগ্রহণ করছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ-পূর্ব দশমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ১৯৯৪-৯৫ অর্থবছরে নির্মিত হয়ে আজ পর্যন্ত সংস্কার না হওয়ায় একতলা ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, ওই বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। প্রধান শিক্ষক আবদুর রহমান বলেন, মাঝেমধ্যে ছাদের প্লাস্টার খসে পড়ে। দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। একইদিন উপজেলার পশ্চিম বাঁশবাড়িয়া শাহ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুলমাঠে তোলা টিনের ঘরে চলছে শিক্ষাকার্যক্রম।

প্রধান শিক্ষক মো. ফারুক আলম খোকন জানালেন, দুই বছর আগে স্কুলভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজও ভবন না হওয়ায় স্থানীয় লোকজনের উদ্যোগে টিনের ঘরটি তোলা হয়েছে। দশমিনায় ১৫টি বিদ্যালয়ের মধ্যে ১টিতে পাঠদান চলে খোলা আকাশের নিচে, অপর ১৪টির ভবন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। এদিকে, উপজেলা পর্যায় সংস্কার কিংবা নির্মাণ তালিকায় নাম না থাকায় ভবনের অবস্থা জরাজীর্ণ, এমন বিদ্যালয়ও রয়েছে। উওর দশমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় তার একটি। স্কুলের প্রধান শিক্ষক বেগম সাবিকুন্নাহার বলেন, ভবনের ছাদের প্লাস্টার খসে পড়েছে। ভিমে ফাটলের সৃষ্টি হয়েছে। ফলে আতঙ্কের মধ্যে তারা শিক্ষাকার্যক্রম চালাচ্ছে। দশমিনা উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল বাশার এর সত্যতা স্বীকার করে এ প্রতিনিধিকে বলেন, আসলে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ স্কুলের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com