শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
বাঘের থাবায় সিংহ বধ, লংকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
Published : Thursday, 17 July, 2025 at 6:00 AM, Count : 354

শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই টি–টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হলো। শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বোলিংএর পর  তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে কলম্বোতে সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। 

মেহেদী হাসানের জাদুকরী স্পেল

বল হাতে ম্যাচের মঞ্চ প্রস্তুত করেছিলেন শেখ মেহেদী হাসান। নিখুঁত লাইন–লেংথ আর বৈচিত্র্যপূর্ণ স্পিনে তিনি বিভ্রান্ত করেছেন শ্রীলঙ্কার ব্যাটারদের।

৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট—টি–টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা বোলিং। শুধু উইকেট নয়, তিনি তৈরি করেছিলেন চাপ, যার ফলে নিয়মিত বিরতিতে ভেঙেছে লঙ্কান ব্যাটিংয়ের মেরুদণ্ড।

শ্রীলঙ্কা শেষ পর্যন্ত তুলতে পেরেছে ২০ ওভারে ১৩২ রান—যা টি–টোয়েন্টি ক্রিকেটের পরিপ্রেক্ষিতে মোটেও ভয় ধরানো কোনো স্কোর নয়।

Trophy Celebration

Trophy Celebration


তানজিদের ব্যাটে ছিল জয়রথের চাকা

লক্ষ্য ছিল ১৩৩ রানের, কিন্তু শুরুতেই পড়ে যায় একটি উইকেট। পারভেজ ইমন তুষারার বলেই এলবিডব্লিউ হয়ে ফিরলেন ব্যক্তিগত ৮ রানে। তবে এরপর যা হলো, সেটি যেন পরিকল্পিত এক দৃশ্যপট।

তানজিদ হাসান তামিম আর লিটন দাস গড়লেন ৬৮ রানের এক চমৎকার জুটি। দুজনেই ছিলেন নিয়ন্ত্রিত, কিন্তু সুযোগ পেলে ছেড়ে কথা বলেননি।

লিটন আউট হন ২৫ বলে ৩২ রান করে। তবে তানজিদ ছিলেন অদম্য। ছক্কার বৃষ্টিতে ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস, যাতে ছিল ৬টি ছক্কা আর ১টি চার। এমন ঝলমলে ইনিংসে তিনি যেন নিজেই হয়ে উঠেছিলেন ম্যাচসেরা।

জীবন পেয়ে ছক্কা, ছক্কা পেয়ে ইতিহাস

ব্যক্তিগত ৬০ রানে তানজিদ একবার জীবন পেয়েছিলেন। কামিন্দু মেন্ডিসের বলে উঠানো ক্যাচ ছাড়েন তিকশানা। সে ওভারের শেষ বলেই তানজিদ হাঁকান এক বিশাল ছক্কা। যেন ওই মুঠোফসকে পরিণত করলেন আঘাতের। তার ব্যাটিং এমন ছিল যে এক মুহূর্তের জন্যও মনে হয়নি ম্যাচ হাতছাড়া হতে পারে।

পরিকল্পিত ব্যাটিং, চূড়ান্ত পরিণতি

বাংলাদেশের ব্যাটিংয়ের মূলধারায় ছিল ‘লো রিস্ক, হাই বেনিফিট’ কৌশল। স্ট্রাইক রোটেট করে, বড় শট বেছে নিয়ে এগিয়ে যান তানজিদ–লিটন। মিডল অর্ডারে নামার প্রয়োজনই পড়েনি, যা প্রমাণ করে ইনিংসের স্থিরতা ও আত্মবিশ্বাস। শেষ পর্যন্ত ১৮তম ওভারে জয় নিশ্চিত করে ফেলেন তানজিদ–হৃদয়।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩২/৭ (নিসাঙ্কা ৪৬, কুসাল মেন্ডিস ৬, কুসাল পেরেরা ০, চান্দিমাল ৪, আসালাঙ্কা ৩, কামিন্দু মেন্ডিস ২১, শানাকা ৩৫, ভ‍্যান্ডারসে ৭, থিকশানা ৬; শরিফুল ৪-০-৫০-১, মেহেদি ৪-১-১১-৪, মুস্তাফিজ ৪-০-১৭-১, তানজিম ২-০-২৩-০, শামীম ২-০-১০-১, রিশাদ ৪-০-২০-০)

বাংলাদেশ: ১৬.৩ ওভারে ১৩৩/২ (পারভেজ ০, তানজিদ ৭৩*, লিটন ৩২, হৃদয় ২৭*; থুসারা ৩-০-২৫-১, বিনুরা ২-০-১১-০, থিকশানা ৩.৩-০-৩০-০, আসালাঙ্কা ১-০-১৬-০, ভ্যান্ডারসে ৪-০-২৯-০, কামিন্দু ৩-০-২১-১)

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শেখ মেহেদি হাসান

ম্যান অব দা সিরিজ: লিটন কুমার দাস



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com