বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
চাঁদাবাজি মামলা
তারেককে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
Published : Tuesday, 29 November, 2016 at 6:00 AM, Count : 275

বর্তমান প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও আয়কর সংক্রান্ত পাঁচ মামলার কার্যক্রম চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট এর আগে দেয়া মামলার কার্যক্রমে স্থগিতাদেশ তুলে নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন চাঁদাবাজির তিনটি মামলায় তারেক রহমানকে ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে ৯ বছর ও ৮ বছর আগে দায়ের করা মামলায় স্থগিতাদেশ প্রত্যাহারের রুল খারিজ করে এ রায় দিলেন আদালত আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস তারেক রহমানের পক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তবে তারেক রহমান পলাতক থাকায় খোকনকে শুনানিতে অংশ নিতে দেয়নি আদালত মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, অর্থপাচার মামলায় আইনের দৃষ্টিতে তারেক রহমান পলাতক বলে আদালত এসব মামলায় তারেকের পক্ষে কোনো আইনজীবীকে শুনানিতে অংশগ্রহণ করতে দেননি

জানা গেছে, ২০০৭ সালে চাঁদাবাজির অভিযোগে গুলশান, শাহবাগ ও কাফরুল থানায় পৃথক তিনটি মামলা হয় তারেক রহমানের বিরুদ্ধে তিনি এসব মামলা স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করলে এই তিন মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন আদালত দীর্ঘদিন ধরে মামলাগুলো শুনানির অপেক্ষায় ছিল

২০০৭ ও ২০০৮ সালে আয়কর বিবরণীতে অসত্য তথ্য দেয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিম্ন আদালতে পৃথক দুটি মামলা করে তারেক রহমানের বিরুদ্ধে এই দুই মামলায়ও তারেকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল ও মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয়



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com