বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
শ্রদ্ধা-ভালোবাসায় ক্যাস্ত্রোকে বিদায়
Published : Sunday, 4 December, 2016 at 6:00 AM, Count : 401

বর্তমান ডেস্ক : কিউবা বিপ্লবের জন্মভূমি পূর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগোতে বিপ্লবের নায়ক ফিদেল ক্যাস্ত্রোকে শেষ বিদায় জানিয়েছে লাখো মানুষ। শনিবার রাষ্ট্রীয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিদেলকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এতে নেতৃত্ব দেন ফিদেলের বিপ্লবী সহযোগী ও ছোট ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো। এছাড়া অনুষ্ঠানে বিশ্ব নেতারাও উপস্থিত ছিলেন। খবর বিবিসি। ২৫ নভেম্বর ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন ফিদেল। তার মৃত্যুতে ৯ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কিউবা। গতকাল রোববার ফিদেলের দেহভস্ম সমাহিত করার মধ্যমে রাষ্ট্রীয় শোক শেষ হয়।  অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রেসিডেন্ট রাউল ফিদেলের নেতৃত্বাধীন বিপ্লবের লক্ষ্য ও সমাজতান্ত্রিক নীতির প্রতি অটল থাকার প্রতিশ্রুতি দেন। প্রয়াত নেতার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে কিউবার কোনো স্মৃতিস্তম্ভ বা সড়কের    নামকরণ ফিদেল ক্যাস্ত্রোর নামে করা হবে না বলে ঘোষণা করেন তিনি।

বিপ্লবের নেতা ব্যক্তিপূজার সব ধরনের বিকাশের প্রবল বিরোধী ছিলেন জানিয়ে তিনি বলেন, কিউবায় ফিদেলের কোনো মূর্তি বা আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হবে না।

ফিদেলের দেহভস্মবাহী শকট রাজধানী হাভানা থেকে রওনা হয়ে চার দিনের ভ্রমণ শেষে শনিবার সান্তিয়াগোতে পৌঁছায়, এ সময় হাজার হাজার মানুষ ফিদেল দীর্ঘজীবী হও!, আমি ফিদেল স্লোগানে দেয়।

ভেনেজুয়েলা, নিকারাগুয়া ও বলিভিয়ার নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। ছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ও দিলমা রৌসেফ।

ঐতিহাসিক মনকাদা সেনানিবাস দিয়ে ফিদেলের দেহভস্মবাহী শকট এগিয়ে যাওয়ার সময় উপস্থিত হাজার হাজার কিউবানের অন্যতম তানিয়া মারিয়া জিমেনেজ বলেন, আমরা যারা ফিদেলকে ভালোবাসি, আমাদের সবার কাছে তিনি বাবার মতো। তিনি আমাদের জন্য পথ পরিষ্কার করে দিয়েছেন, জনগণ তাকেই অনুসরণ করবে।

১৯৫৩ সালের ২৬ জুলাই বিপ্লবীদের ছোট একটি দল সান্তিয়াগোর মনকাদা সেনানিবাস আক্রমণ করেছিল, এ দলটির অংশ ছিলেন ফিদেল। ওই হামলা ব্যর্থ হয়েছিল, কিন্তু এখান থেকেই কিউবার বিপ্লবের আগুন ছড়িয়ে পড়েছিল, যার আঁচে ১৯৫৯ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্র সমর্থিত কিউবার ফুলজেন্সিও বাতিস্তা সরকারের পতন ঘটে। এরপর থেকে প্রায় অর্ধশতাব্দী ধরে একদলীয় ব্যবস্থায় কিউবা শাসন করেছিলেন ফিদেল।

সমর্থকরা বলেন, তিনি কিউবাকে কিউবাবাসীর কাছে ফিরিয়ে দিয়েছেন। তার শাসনামলে কিউবার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা বিশ্বমান অর্জন করে, যার কারণে বিশ্বব্যাপী তিনি দারুণ প্রশংসিত।

অপর দিকে সমালোচকরা তাকে একজন স্বৈরশাসক হিসেবে বিবেচনা করেন, যিনি বিরোধিতা ও ভিন্নমত সহ্য করতেন না।

২০০৬ সালে স্বাস্থ্যজনিত কারণে বিপ্লবী সহযোগী রাউল ক্যাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।

ফিদেলের দেহভস্ম সান্তিয়াগোর ইফিজেনিয়া কবরস্থানে রাখা হবে, কিউবার স্বাধীনতা আন্দোলনের বীর হোসে মার্তিও এখানে চিরশয্যায় শায়িত আছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com