শিরোনাম: |
একসঙ্গে গাইবেন চার ভাইবোন
|
কলের গান অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল রাত ১১টা ৪৫ মিনিটে। আলমগীর হোসেনের প্রযোজনায় এবং পুতুলের উপস্থাপনায় এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গান শুনতে পাবেন ৮৩৩২৫০৯ বা ৮৩৩২৭৫৪ এই নম্বরে ফোন করে। |