শনিবার ১০ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
মস্কোতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া আলোচনা
রাশিয়া-ইরান-তুরস্ক জোটের পাশে চায় সৌদি আরবকে
Published : Thursday, 22 December, 2016 at 6:00 AM, Count : 178

বর্তমান ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শান্তিচুক্তি কার্যকরে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া, তুরস্ক এবং ইরান মঙ্গলবার মস্কোতে তিন দেশের এক আলোচনা শেষে নতুন এই ঘোষণা দেয়া হয় তবে এতে সৌদি আরবকেও পাশে রাখতে চায় মস্কো জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত তথ্য জানিয়েছেন

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, সিরিয়া সরকার এবং বিদ্রোহীদের মধ্যে শান্তিচুক্তির কার্যকর করতে একসঙ্গে কাজ করবে রাশিয়া, ইরান এবং তুরস্ক বিষয়ে তিন দেশ চুক্তিবদ্ধ হয়েছে মঙ্গলবার মস্কোতে ইরান তুরস্ক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয় এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কিছু নীতিমালার ব্যাপারে একটি ঘোষণাপত্রে সম্মত হয়েছে দেশগুলো, যাকে মস্কো ডিক্লারেশন বলে উল্লেখ করা হয়

মস্কো জানিয়েছে, তারা সিরিয়া প্রশ্নে আঞ্চলিক শক্তি হিসেবে সৌদি আরবকেও পাশে চায় জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া, ইরান তুরস্ক যে উদ্যোগ নিয়েছে, তাতে সৌদি আরবেরও অংশগ্রহণ করা উচিত

চারকিন জানান, মস্কো, তেহরান আঙ্কারার যৌথ বিবৃতিতে অন্য দেশকেও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে

তিনি রুশ টেলিভিশন চ্যানেল রসিয়া২৪-কে বলেন, আমার মনে হয়, এই প্রক্রিয়ায় সৌদি আরবের অংশগ্রহণ করা এবং একই লক্ষ্যে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ

মঙ্গলবার ত্রিপক্ষীয় বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু এক যৌথ বিবৃতিতে জানান, তারা ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন যে, সামরিক উপায়ে নয় বরং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে ওই বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ঘোষিত ২২৫৪ নম্বর প্রস্তাব অনুযায়ী সিরিয়া সমস্যা সমাধানে চেষ্টা চালানোর ওপর জোর দেয়া হয়েছে তিন দেশই আগামীতে সিরিয়া সরকারের সঙ্গে বিদ্রোহীদের মধ্যকার আলোচনা সমঝোতা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে একইসঙ্গে ইরান, তুরস্ক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জাবাথ ফাতাহ আল-শাম (আল-নুসরা ফ্রন্ট)-এর বিরুদ্ধে একযোগে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ওই ঘোষণায় সিরিয়ার জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব সীমান্তে নিরাপত্তার প্রতি সমর্থন প্রকাশ করা হয় ঘোষণাপত্র অনুসারে, সিরিয়া সঙ্কট নিরসনে কাজে লাগতে পারে এমন যে কোনো দেশকে একই কাজে আহ্বান জানাতে পারবে তারা বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রকে ছাড়াই সিরিয়া সঙ্কটের সমাধান সম্ভব- এটা প্রমাণ করতেই নতুন চুক্তিতে উপনীত হয়েছে রাশিয়া গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তিনি এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান যুক্তরাষ্ট্র অথবা জাতিসংঘের অংশগ্রহণ ছাড়াই সিরিয়া শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছেন সূত্র: গালফ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com