শিরোনাম: |
নতুন বছরে মাহি
|
নতুন বছরে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জানিয়ে মাহি বলেন, গত বছরটা ভালোই কেটেছে। ওই বছরের শুরুর দিকে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি থেকে সাড়া পেয়েছি। এরপর আরও কয়েকটি ছবির কাজ শুরু করলেও বর্তমানে গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’-এ কাজ করছি। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। আমরা দুজনে গত বছর জুটি বেঁধে কাজ করেছি। আশা করছি দর্শকরাও উপভোগ করবেন। আর নতুন বছরে আরও তিনটি কাজ করতে যাচ্ছি। শিগগিরই এ ছবিগুলোর নাম জানাব। উল্লেখ্য, গত বছর মাহি অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ ও ‘অনেক দামে কেনা’ ছবি দুটি মুক্তি পায়। এছাড়া গত ১১ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ২ নম্বর ফ্লোরে ‘প্রেমের বাঁধন’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। আর গত ২১ ডিসেম্বর থেকে এ ছবির প্রথম ধাপের কাজ শুরু হয়। বাপ্পি ও মাহি ছাড়া এতে আরও অভিনয় করছেন তানিন সুবাহ |