শিরোনাম: |
বিদায় জানাল আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব
|
![]() পর্দা নামল রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ২০১৭’র। উত্সবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে জুরিদের ভোটে নির্বাচিত চলচ্চিত্রলোকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হলো এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। গত ২০ জানুয়ারি বিকেলে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সমাপনী বক্তব্যে, বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে জোর দেন মন্ত্রী। নিজের ইতিহাস ঐতিহ্যকে চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। গত ১২ জানুয়ারি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করেন। ১২ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলা এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে বাংলাদেশসহ মোট ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। উত্সবে এশিয়ান কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট ও ইন্ডিপেনডেন্ট ফিল্মস, নরডিক ফিল্ম সেশন এবং উইমেন্স ফিল্মমেকারস সেকশনে এই চলচ্চিত্রসমূহ প্রদর্শিত হয়। উত্সবে জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন, আলিয়ঁস ফ্রয়েস, স্টার সিনেপ্লেক্স এবং আমেরিকান সেন্টার মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শিত হয়। উত্সবে অংশ নেন বাংলাদেশসহ প্রায় ৭০টি দেশের সম্মানিত নাগরিকবৃন্দ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের গণ্যমান্য কর্মকর্তা, রেইনবো চলচ্চিত্র সংসদ এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্বগণ। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের আংশ হিসেবে রেইনবো চলচ্চিত্র সংসদ ও বাংলাদেশ জাতীয় জাদুঘর যৌথভাবে আয়োজন করেছে ‘সপ্তম ঢাকা সিনে ওয়ার্কশপ’। গত ৫ জানুয়ারি থেকে জাদুঘরের সিনেপ্লেক্স রুমে ১৬ দিনব্যাপী এই ওয়ার্কশপ শুরু হয়েছে। বাংলাদেশসহ ৮টি দেশের ২৭ জন তরুণ নির্মাতারা এই ওয়ার্কশপে অংশ নিন। এছাড়া গত ১৩-১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় নারী চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী এবং বিশিষ্ট নারী ব্যক্তিত্বর অংশগ্রহণে রাজধানীর আঁলিয়স ফ্রঁয়েসের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয় ‘চলচ্চিতে নারী’ শীর্ষক তৃতীয় ঢাকা আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে চলচ্চিত্র পরিচালনায় নারীর অংশগ্রহণ ও চলচ্চিত্রে নারীর উপস্থিতি কীভাবে নারীর জীবনমান উন্নোয়নে ভূমিকা রাখছে এবং বিশ্ব বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীরা কীভাবে আরও বেশি অবদান রাখতে পারে, সে বিষয়ে আলোচনা হয়। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। আলোচনায় অংশ নেন, ফিপ্রেসির সভাপতি আঁলিনতাসকীয়ান, আইএফটিএর সভাপতি মার্কোওরসিনি, গণমাধ্যম ব্যক্তিত্ব ও নির্মাতা সামিয়া জামান, অধ্যাপক ড. ফাহমিদুল হক, ব্রিটেনের অভিনেত্রী ক্লেয়ার হুইসেলসহ দেশি-বিদেশি চলচ্চিত্র পরিচালক ও সমালোচক। পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের আংশ হিসেবে গত ১৫ জানুয়ারি দিনব্যাপী ‘বাংলা সিনেমার বিশ্ব যাত্রা’ নিয়েও আলিয়ঁস ফ্রঁসেসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। মোনাকোভিত্তিক ইন্টারন্যাশনাল ইমারজিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ) এবং ইন্টরন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের যৌথ অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়। সামিয়া জামানের সঞ্চালনায় সেখানে বাংলাদেশি চলচ্চিত্র পরিচালকদের পথ দেখান বিদেশি নির্মাতা ও প্রযোজকরা। আইইএফটিএর সভাপতি মার্কোওরসিনি, অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ঘোষণা দেন, এবারের কান চলচ্চিত্র উত্সবের কর্মশালায় তিনিজন তরুণ নির্মাতাকে অংশগ্রহণের সুযোগ করে দেবেন। উত্সবের অংশ হিসেবে এবারই প্রধামবারের মতো একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। রেইনবো চলচ্চিত্র সংসদ ও শিল্পাঙ্গন আর্ট গ্যালারি যৌথ আয়োজনে, গত ৮ জানুয়ারি থেকে এই প্রদর্শনী শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত চলে। ইরানি তরুণ চিত্র শিল্পী সারাহ হোজ্জাতির ৩০টি চিত্রকর্ম নিয়ে আয়োজিত এই প্রদর্শনীর নাম ছিল ‘মাই ড্রিম ওয়ার্ল্ড’। বিগত কয়েক বছরের মতো এবারের উত্সব আয়োজনেও একটি বিশেষ অনুদান দিয়ে সহায়তা করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড। এছাড়া এ উত্সব আয়োজনের প্যাট্রন হিসেবে আছে সামিট গ্রুপ, স্কয়ার, এস আলম গ্রুপ এবং মার্কেন্টাইল ব্যাংক। আগামী বছরের ১২ জানুয়ারি পর্দা উঠবে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ষষ্ঠদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ২০১৮। |