রবিবার ৪ মে ২০২৫ ২১ বৈশাখ ১৪৩২
সদ্য ঘোষিত জাসাসের কমিটি নিয়ে বিক্ষোভ
Published : Friday, 20 January, 2017 at 6:00 AM, Count : 844

এম. উমর ফারুক : জাসাসের সদ্য ঘোষিত কমিটি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন পদবঞ্চিত নেতারা। বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের কমিটিতে বিতর্কিত লোকদের স্থান দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পদবঞ্চিতদের অভিযোগ, গুলশান কার্যালয় কেন্দ্রিক গড়ে ওঠা সিন্ডিকেটের পছন্দের ব্যক্তিদের দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদে। বাদ দেয়া হয়েছে যোগ্য ত্যাগী নেতাদের। কমিটিতে অর্থের বিনিমিয়ে পদ-পদবী নেয়ারও অভিযোগ উঠেছে। আবার চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাযহারুল আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আর খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের বিশেষ আস্থাভাজনরাই পদ বাগিয়ে নিয়েছেন বলে ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ। ঘোষিত কমিটির বিরুদ্ধে গতকাল নয়া পল্টনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে জাসাস নেতারা। জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর সিকদারের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপিতে অনেক দরবার শরীফ আছে। আমরা কোন দরবার শরীফের মুরিদ নই। আমরা খালেদা জিয়া আর তারেক রহমানের মুরিদ। তাই পদ পাইনি। তিনি বলেন, বিক্ষোভ চলছে, চলবে। প্রতিদিন নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।
এদিকে জাসাসের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ার রাতেই তড়িঘড়ি করে ঢাকা মহানগর দুই কমিটি (উত্তর ও দক্ষিণ) বিলুপ্ত করে মহানগরের এক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা। মধ্যরাতের এই কমিটি ঘোষণার কারণ সম্পর্কেও অন্ধকারে সংগঠনটির নেতাকর্মীরা।
এসব বিষয়ে নতুন কমিটির সাধারণ সম্পাদক হেলাল খানের সঙ্গে যোগযোগ করা হলে তিনি জানান, ৫০ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি বৃহস্পতিবার রাতেই অনুমোদন দেয়া হয়েছে। এত দ্রুততার সঙ্গে কিভাবে কমিটি দিলেন জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন।
বিএনপির অন্যতম অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস। দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ এই সংগঠনের নতুন কমিটি গত বৃহস্পতিবার রাতে ঘোষণা করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই কমিটি থেকে সংগঠনটির নিবেদিত, যোগ্য আর ত্যাগীদের বাদ দিয়ে অন্য সেক্টর থেকে নেতা এনে আর বিতর্কিতদের গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিক্ষোভকারী।
গতকাল শুক্রবার সকালে দলের নয়াপল্টন কার্যালয়ে ঘোষিত কমিটির বিরুদ্ধে আন্দোলন করেছে সংগঠনটির ত্যাগী আর বঞ্চিতরা। আজও তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষাভ করবেন বলে তারা জানিয়েছেন। এদিকে রীতি অনুসারে নতুন কমিটির নেতারা দলীয় প্রধান কার্যালয়ে এসে ফুলেল শুভেচ্ছা নিয়ে থাকলেও ঘোষিত কমিটির নেতৃবৃন্দ কার্যালয়মুখী হননি।
সূত্রমতে, বিগত কমিটির সভাপতি আর সাধারণ সম্পাদক নানা কারণে ব্যর্থ হলেও বিভিন্ন ব্যানারে সংগঠনটিকে জিইয়ে রাখতে যে সব নেতাকর্মী নিজেদের অর্থ সম্পদ আর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন তাদের এই কমিটিতে রাখা হয়নি।
জাসাস মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর সিকদার দলের সব কর্মসূচিতে অংশগ্রহণসহ নিজের অর্থায়নে সংস্কৃতিক অঙ্গনে দলের কর্মকাণ্ড ছড়িয়ে দিতে ব্যাপক ভূমিকা রাখেন। জিয়া পরিবারসহ নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ডকুমেন্টরি তৈরি করেছেন। বরণ্যে ব্যক্তিদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করে জাসাসকে আলোচনায় রেখেছিলেন। সিন্ডিকেট নির্ভর বিএনপিতে তিনি কোনো মোসাহেবি কিংবা অর্থ দিয়ে কমিটির সমর্থন ছিলেন না বলে তাকে কোথাও রাখা হয়নি বলেই অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘোষিত কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ একজন যোগ্য ব্যক্তিত্ব। তবে তা তার  শিক্ষকতা সেক্টরেই। তার ওই নির্দিষ্ট বলয়ের বাইরে পরিচিতি এবং সংস্কৃতিক অঙ্গনে কতটুকু সফল তা সবাই জানেন। সাধারণ সম্পাদক হেলাল খান একজন অভিনেতা (নায়ক) হলেও ওয়ান ইলেভেন সময়ে তার ভূমিকা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। শুধুমাত্র টাকা দিয়ে তিনি এই পদ কিনেছেন বলেও অভিযোগ নেতাকর্মীদের। সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমেদও একজন অভিনেতা। তিনিও ওয়ান ইলেভেন বিতর্কিত। এছাড়া সহ-সভাপতি হিসেবে অনেকে একেবারেই নতুন, অনেকে মাদক ব্যবসা সহ নানা কেলেঙ্কারীর সাথে জড়িত বলে অভিযোগ করেছেন পদবঞ্চিতরা।
কমিটি ঘোষণার পরদিন সকালে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ হওয়ায় পদধারী অনেকেই চিন্তিত হয়ে পড়েন। তারা বিক্ষোভকারী  নেতাদের সঙ্গে সহমত পোষণ করে পদ-পদবী থেকে পদত্যাগ করার কথাও জানান। তার মধ্যে সহ-সভাপতি বিশিষ্ট গীতিকার ও শিল্পী মনিরুজ্জামান মণিসহ কয়েকজনের নাম জোড়েসোড়ে শোনা য়ায়। তবে পদত্যাগের বিষয়কে অস্বীকার করে মনিরুজ্জামন মনির বলেন, আমি একজন সংস্কৃতিকর্মী হিসেবে দলের জন্য আগেও কাজ করেছি। এখনও করব। তাতে আমাকে পদ দিলেও আছি আর না দিলেও আছি।
বিক্ষোভকারী জাসাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ডা. আরিফুর রহমান মোল্লাহ বলেন, আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের দল করি, তাই জাসাসে আমাদের পদ নেই। সিন্ডিকেটের নিদের্শ মানলে পদ-পদবী পেতাম।
এদিকে, শুক্রবার সকালে সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরের সভাপতি জাহাঙ্গীর সিকদারের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিচে অবস্থান নেন। পরে বেলা সোয়া ১১টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন শুরু করলে তারা সম্মেলন রুমে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্ন পর্বে জাসাসের পদবঞ্চিত নেতাকর্মীরা নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দেয়।
পরে বিক্ষোভকারীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের চেম্বারে গিয়ে তার সঙ্গে দেখা করেন। ঘোষিত কমিটি বাতিল করে যোগ্য নেতাদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বিষয়টি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জানিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এ বিষয়ে জাহাঙ্গীর সিকদার বলেন, বর্তমান সরকারের আমলে যারা রাজপথে সংগ্রাম করেছে তাদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। যতদিন পর্যন্ত নতুন কমিটি বাতিল না করে ত্যাগী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত না করা হবে ততদিন কর্মসূচি চলবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com