মঙ্গলবার ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় শতাধিক দোকান পুড়ে ছাই
সুজানগরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
Published : Saturday, 21 January, 2017 at 6:00 AM, Count : 507

বর্তমান ডেস্ক : কুমিল্লার লাকসামে দৌলতগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে
দেড়শতাধিক দোকান ঘর পুড়ে গেছে। এতে শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে পাবনার সুজানগর আগুন লেগে ৪টি বসত ঘর পুড়ে গেছে। এতে এক শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর
লাকসাম (কুমিল্লা) : গত শুক্রবার রাত ১১টার দিকে আকস্মিকভাবে লাকসাম পৌরশহরের প্রাণকেন্দ্র দৌলতগঞ্জ বাজারে আগুন লেগে চোখের পলকেই কাপড়িয়াপট্টি, স্বর্ণপট্টি ও  মনোহারিপট্টিতে ছড়িয়ে পড়ে দেড়শতাধিক দোকান পুড়ে যায়। খবর পেয়ে লাকসাম, চৌদ্দগ্রাম, সোনাইমুড়ি, সদর দক্ষিণ, হাজীগঞ্জ, বরুড়া, কুমিল্লা ইপিজেড ও বাগিচাগাঁও দমকল বাহিনীর ৮টি ইউনিট প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 স্থানীয় লোকজনের আত্মচিত্কার এবং পুলিশ ও দমকল বাহিনীর বাঁশির আওয়াজে সমগ্র পৌরশহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যাবসহ অন্যান্য সংস্থা, স্থানীয় উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে  ছুটে যায়। দীর্ঘ ৩ ঘণ্টা অগ্নিকাণ্ডে তিনটি গলির প্রতিষ্ঠিত কাপড়, স্বর্ণ ও মনোহারিসহ নানাহ পণ্যের দেড় শতাধিক দোকান ভস্মীভূত হয়ে যায়। লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের জানান,  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং এক দিনের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল সকাল থেকে ঘটনাস্থলে উপচেপড়া মানুষের ভিড় ছিল।
কাপড় ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম ফারুক জানান, আমরা রাত ১১টায় আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে লাকসাম ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৩ ঘণ্টা যাবত্ চেষ্টা করে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন।  এ মার্কেটের দেড়শতাধিক দোকান আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। আমাদের আনুমানিক শতকোটি টাকার ক্ষতি হয়। লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মোবারক আলী জানান, বাজারে আগুন লাগার খবর শুনে তাত্ক্ষণিক দমকল বাহিনী ঘটনাস্থলে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে কিন্তু আগুন নিয়ন্ত্রণ না আনতে পেরে চৌদ্দগ্রাম, সোনাইমুড়ি, সদর দক্ষিণ, হাজীগঞ্জ, বরুড়া, কুমিল্লা ইপিজেড ও বাগিচাগাঁও দমকল বাহিনীর ৮টি ইউনিট প্রায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জানান, বাজারে আগুন লাগার ঘটনার সূত্রপাত এখনও জানা যায়নি তবে পুলিশ বাহিনী নজরদারী তত্পরতা অব্যাহত আছে। খবর পেয়ে ওই রাতে স্থানীয় সংসদ সদস্য বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি তাজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাবনা : সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের মাধিয়াকান্দি গ্রামে গত শুক্রবার রাতে মুছা শেখের বাড়িতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে গেছে। ওই অগ্নিকাণ্ডে পুড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, কেরোসিনের বাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে এ সময় ৪টি ঘর পুড়ে ভস্মীভূত হওয়াসহ আলিম হোসেনের শিশু কন্যা রূপা খাতুন পুড়ে মারা যায়। স্থানীয় দমকল বাহিনী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান। ঘটনার পরপরই সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত  হোসেন ও পৌর মেয়র আবদুল ওহাব ঘটনাস্থল পরিদর্শন করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com