শনিবার ২৫ জানুয়ারি ২০২৫ ১২ মাঘ ১৪৩১
কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
Published : Wednesday, 25 December, 2024 at 6:00 AM, Count : 156

বর্তমান প্রতিবেদক: মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহুসংখ্যক যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কাজাখস্তানের জরুরি পরিষেবাবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানায়, ৬২ জন যাত্রী বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন। সেই সঙ্গে উড়োজাহাজটি থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।   

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, আজারবাইজান এয়ারলাইনসের এই ফ্লাইটটি আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। তবে কুয়াশার কারণে তা পথ পরিবর্তন করে। পশ্চিম কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের কাছে এটি দুর্ঘটনার শিকার হয়।

কাজাখস্তানের কর্তৃপক্ষের বরাতে রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, এমব্রায়ার ১৯০ সিরিজের উড়োজাহাজটিতে প্রযুক্তিগত বা যান্ত্রিক কোনো সমস্যা হয়েছিল কি না তা অনুসন্ধান শুরু করছে।

আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, উড়োজাহাজটি ক্যাস্পিয়ান সাগরের পূর্ব উপকূলবর্তী শহর আকতাউ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে 'জরুরি অবতরণ করেছে'। কাজাখ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।

এই ঘটনায় হতাহতের সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]