শিরোনাম: |
আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
মুসলিম উম্মাহর ইহকাল ও পরকালের শান্তি কামনা
|
![]() বিশ্ব ইজতেমার আমীর দিল্লির মাওলানা মুহাম্মদ সা’দ দ্বিতীয় পর্বের ৫২তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন। গতকাল রোববার বেলা ১১টা ১২ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১১টা ৪৪ মিনিটে শেষ হয়। ৩২ মিনিটের স্থায়ী আখেরি মোনাজাত প্রথম ১৪ মিনিট উর্দু ভাষায় এবং পরের ১৮ মিনিট আরবি ভাসায় মোনাজাত করা হয়। আমিন আমিন সুম্মা আমিন ধ্বনিতে টঙ্গী তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা কবুল ফরমাও এই বলে আখেরি মোনাজাত শেষ করেন দিল্লির মাওলানা মুহাম্মদ সা’দ। এর আগে একই স্থানে গত ১৩ জানুয়ারি প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্ব। এরপর ৪ দিন বিরতি থাকে। প্রথম পর্বে ঢাকা, গাজীপুরসহ ১৭টি জেলার মুসল্লিরা শরিক হন। ২০ জানুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্ব। রোববার বেলা ১১টা ১২ মিনিটে শুরু হওয়া একটানা ৩২ মিনিট আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চলতি বছরের ৫২তম বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটে। ৫২তম টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ইজতেমা ময়দানে মোনাজাতে অংশ নেয় স্থানীয় এমপি আলহাজ মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগরী আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুরের এসপি হারুন অর রশীদসহ ৩৫ থেকে ৪০ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে। গাজীপুরের শিল্পনগরী টঙ্গী তুরাগপাড়ে দ্বিতীয় পর্বের শেষদিন গতকাল রোববার আখেরি মোনাজাত শুরু করা হলে কহরদরিয়া নদীর পাড় ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে নেমে আসে নীরবতা। মোনাজাত চলাকালে আমিন আমিন ধ্বনিতে তুরাগ নদীর তীর ও তার চারপাশের প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার এলাকা আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে উঠে। এ বছর টঙ্গী তুরাগপাড়ের আখেরি মোনাজাতে বিশ্বের ৯৮টি দেশের দেশি-বিদেশি মুসলমান, তাবলিগ অনুসারী দলের সদস্য, ১৭ জেলার ধর্মপ্রাণ মুসল্লি, প্রায় ২ লাখ নারী, তরুণ, শিশু ও সাধারণ মানুষসহ ৩৫ থেকে ৪০ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছেন। |