শিরোনাম: |
বীরাঙ্গনা ছবিটি আমার স্বপ্ন - রোজিনা
|
![]() রোজিনা বলেন, আমি যে ছবিটি অনুদানের জন্য জমা দিয়েছি এর নাম ‘বীরাঙ্গনা’। ছবিটির গল্প ও চিত্রনাট্যও আমার নিজের লেখা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে গ্রামে নানির বাড়িতে ছিলাম আমি। সেই সময় কাছে থেকে দেখা অভিজ্ঞতা থেকেই ছবির কাহিনী লিখেছি। এবার এ ছবির শুটিংয়ের জন্য লোকেশনও দেখতে গ্রামে গিয়েছিলাম । ‘বীরাঙ্গনা’ ছবিটি আমার স্বপ্ন। যদি অনুদান নাও পাই তার পরও আমি নিজের উদ্যোগে ছবিটি নির্মাণ করতে চাই। এ ছবিটি অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করবেন চিত্রনায়িকা রোজিনা। সবশেষ ‘বিবিসাব’ নামে একটি নাটকে অভিনয় করেন তিনি। এ নাটকটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। রোজিনা এ প্রসঙ্গে বলেন, প্রায় পাঁচ বছর পর একটি টিভি নাটকে কাজ করেছি। নাট্যকার আবদুল্লাহ আল মামুনের লেখা মঞ্চনাটক ‘বিবিসাব’-এর অনুপ্রেরণায় এর চিত্রনাট্য করেছেন নির্মাতা তারিক মুহম্মদ হাসান। ক’দিন আগে ঢাকার একটি রিকশা গ্যারেজে নাটকটির শুটিং শেষ হয়েছে। এ নাটকে আমার বিপরীতে ইন্তেখার দিনার অভিনয় করেছেন। ফেব্রুয়ারিতে বাবুল ভাইয়ের পরিচালনায় আরেকটি নাটকে কাজ করব। ভালো কিছু কাজের পরিকল্পনা রয়েছে আমার। |