শনিবার ৩ মে ২০২৫ ২০ বৈশাখ ১৪৩২
বীরাঙ্গনা ছবিটি আমার স্বপ্ন - রোজিনা
Published : Monday, 30 January, 2017 at 6:00 AM, Count : 313

শেখ রাজিয়া সূলতানা : আশির দশকের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রোজিনা। কয়েক বছর ধরে লন্ডনেই তার স্থায়ীবাস। তবে মাঝে তিনি বেশকিছু দিনের সময় হাতে নিয়ে বাংলাদেশে এসেছেন। কিছুদিন আগে তিনি তার নিজ গ্রাম গোয়ালন্দের কুমড়াকান্দিতে রাজাকার আলবদরদের দ্বারা ক্ষতবিক্ষত একটি পরিবারের কাহিনীকে ঘিরেই একটি ছবির গল্প লিখেছেন। ছবিটি সরকারি অনুদানের জন্য মন্ত্রণালয়ে জমাও দিয়েছেন। এরই মধ্যে প্রাথমিক বাছাই হয়েছে। সেখানে তার গল্প নির্বাচিত হয়েছে। এবার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় তিনি।  এ ছবির জন্য নিজ গ্রাম গোয়ালন্দে ঘুরতে এবং লোকেশন দেখতে গিয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই মুখ।
রোজিনা বলেন, আমি যে ছবিটি অনুদানের জন্য জমা দিয়েছি এর নাম  ‘বীরাঙ্গনা’। ছবিটির গল্প ও চিত্রনাট্যও আমার নিজের লেখা।  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে গ্রামে নানির বাড়িতে ছিলাম আমি। সেই সময় কাছে থেকে দেখা অভিজ্ঞতা থেকেই ছবির কাহিনী লিখেছি। এবার এ ছবির শুটিংয়ের জন্য লোকেশনও দেখতে গ্রামে গিয়েছিলাম ।
‘বীরাঙ্গনা’ ছবিটি আমার স্বপ্ন। যদি অনুদান নাও পাই তার পরও আমি নিজের উদ্যোগে ছবিটি নির্মাণ করতে চাই। এ ছবিটি অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করবেন চিত্রনায়িকা রোজিনা। সবশেষ ‘বিবিসাব’ নামে একটি নাটকে অভিনয় করেন তিনি। এ নাটকটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। রোজিনা এ প্রসঙ্গে বলেন, প্রায় পাঁচ বছর পর একটি টিভি নাটকে কাজ করেছি। নাট্যকার আবদুল্লাহ আল মামুনের লেখা মঞ্চনাটক ‘বিবিসাব’-এর অনুপ্রেরণায় এর চিত্রনাট্য করেছেন নির্মাতা তারিক মুহম্মদ হাসান। ক’দিন আগে ঢাকার একটি রিকশা গ্যারেজে নাটকটির শুটিং শেষ হয়েছে। এ নাটকে আমার বিপরীতে ইন্তেখার দিনার অভিনয় করেছেন। ফেব্রুয়ারিতে বাবুল ভাইয়ের পরিচালনায় আরেকটি নাটকে কাজ করব। ভালো কিছু কাজের পরিকল্পনা রয়েছে আমার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com