বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
টাঙ্গাইলে মায়েদের পা ধুয়ে শিশুদের ভালোবাসা নিবেদন
Published : Tuesday, 14 February, 2017 at 6:00 AM, Count : 204

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে গতকাল মঙ্গলবার মায়েদের পা ধুয়ে শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদন করলো শিশুরা। বিশ্ব ভালোবাসা দিবসের এইদিনে মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশে এ ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে টাঙ্গাইল হাতে খড়ি প্রি-প্রাইমারি স্কুলের শিশু শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টায় মায়েদের পা ধুয়ে দিবসের শুভ সূচনা করে ওই স্কুলের শিশু শিক্ষার্থীরা। পা ধোয়া শেষে মায়েদের গলায় মেডেল পরিয়ে দিয়ে দিবসের শেষ শ্রদ্ধা নিবেদন করে শিশুরা।
এ প্রসঙ্গে হাতে খড়ি প্রি-প্রাইমারি স্কুলের পরিচালক নওশাদ রানা সানভি বলেন, মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশে শিশুদের নিয়ে এ ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কুলের প্রায় শতাধিক শিশু শিক্ষার্থী তাদের মায়েদের পা ধুয়ে দেয়া এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি।
এ অনুষ্ঠানের মধ্যদিয়ে শিশুদের মধ্যে মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরও বিকশিত হবে বলেই দাবি তার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com