বুধবার ১৪ মে ২০২৫ ৩১ বৈশাখ ১৪৩২
সার্কাস সুন্দরী জয়া
Published : Monday, 20 February, 2017 at 6:00 AM, Count : 327

শেখ রাজিয়া সূতলানা : চারদিক বিশাল আকৃতির প্যান্ডেলে মোড়ানো সার্কাস দল। এর মাঝে সার্কাসের সুন্দরী।
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে প্রথম নজরে দেখলে চেনার উপায় নেই। পাক্কা সার্কাসের নাচনেওয়ালির মতো। তার পরনের পোশাকও বেশ বাহারি; সার্কাসে যেমন হয়। এমন জয়াকে দেখা যাবে ‘বিউটি সার্কাস’ শিরোনামের নতুন একটি ছবিতে। ছবিতে তিনি একটি সার্কাসের মালিক। তার নাম বিউটি। ছবিটি পরিচালনা করছেন মাহমুদ দিদার।
১৫ দিন ধরে টানা একটি সার্কাস প্যান্ডেল বানিয়ে শুটিং হয়েছে এই ছবির।
ছবিটি প্রসঙ্গে জয়া বলেন, এই ছবিটিতে আমি সার্কাসের সুন্দরী হিসেবে অভিনয় করছি। এ ধরনের চরিত্র আমি এর আগে করিনি। আগে যাত্রার একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম।
আরও বলেন, আমি সাধারণত যে কোনো চরিত্রে অভিনয়ের আগে অনেক প্রস্তুতি নেই। কিন্তু এবার সে সুযোগ পাইনি।  পরিচালক ও অন্য সবার সহযোগিতা পেয়েছি। শুটিংয়ের আগের দিন প্র্যাকটিস করেছি। সার্কাসের সবাই সহযোগিতা করেছেন।
যোগ করে জয়া বলেন, বিউটি সার্কাসের এই লটের শুটিংয়ে বেশ ভয়ঙ্কর কিছু দৃশ্যে শট দিতে হয়েছে। অনেকটা অনিরাপদও ছিল তা। তবু ঠিকঠাক চরিত্র ফুটিয়ে তুলতে এই ঝুঁকি আমি নিয়েছি। ঘোড়া ও হাতিতে চড়ার অভিজ্ঞতাও হয়েছে।
এদিকে ছবিটির প্রসঙ্গে নির্মাতা মাহামুদ দিদার বলেন, সার্কাসকে কেন্দ্র করে একজন নারীর যে টিকে থাকা তার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস পুড়িয়ে দেয়ার পরও হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। এখানে পুরুষের ভূমিকাকে ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি প্রচলিত চলচ্চিত্রের ছক থেকে বেরিয়ে সমাজের নানা শ্রেণির মোড়ল ও ক্ষমতাধরদের আসল চরিত্র দেখা যাবে এই সিনেমার নায়কদের মাধ্যমে।
ছবিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকির আহমেদ, এবিএম সুমন প্রমুখ। চলতি বছরেই ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা আছে নির্মাতা দিদারের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com