শিরোনাম: |
স্বপ্নজালের বদ্ধ ঘরে পরীমনি
|
![]() বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে। এ ছবির ডাবিংয়ে অংশ নিয়েছেন এমনটাই জানান পরীমনি। এ প্রসঙ্গে পরিচালক গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘স্বপ্নজাল’ সিনেমায় পরীমনি অংশ নিয়েছেন। সিনেমাটির ডাবিং শেষে সেন্সর বোর্ডে জমা দিব। চলতি বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। পরী-রোহান ছাড়াও এতে আরও অভিনয় করছেন, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করছেন অর্ণব। গত বছরের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে একটি বাড়িতে একমাস ‘স্বপ্নজাল’ সিনেমার শুটিং হয়। এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়। পরীমনি অভিনীত ‘অন্তর জ্বালা’ ‘আমার প্রেম আমার প্রিয়া’সহ বেশ কয়েকটি সিনেমায় শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘হূদয় ছোঁয়া ভালোবাসা’ ‘আপন মানুষ’সহ প্রায় একডজন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তাছাড়া পশ্চিমবঙ্গের এল হাসান পরিচালিত ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ শিরোনামের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন পরীমনি ও নবাগত রোশান। আগামী ১০ মার্চ থেকে একটানা শুটিং হবে। এ সিনেমার একটি আইটেম গানে নাচবেন বলিউড তারকা সানি লিওন। রোশানের মায়ের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী। |