শিরোনাম: |
বদলগাছীতে চুনা পাথরের সন্ধান
|
![]() তাজপুর থেকে উত্তর পশ্চিম কর্ণারে দু-আড়াই কিলোমিটার দূরে ভগবানপুর গ্রামে জিএসবির ২য় খনন প্রকল্পের কার্যক্রম শুরু করা হয় ২৮ নভেম্বর। ভগবানপুরে ভূ-গর্ভে খনিজ সম্পদ অর্থাত্ চুনাপাথরের মজুদ তাজপুরের চেয়ে ১০৫ ওপরে। ভগবানপুরে ২১০৯ ফুট গভীরে চুনাপাথরের সন্ধান পাওয়া যায়। ইতোমধ্যেই চুনাপাথরের আলামত উদ্ধার করেছে খনন দল। এনিয়ে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ভগবানপুর গ্রামের ফিরোজ হোসেন, আলেফ উদ্দীন, রাঙ্গা ও মহেষপুর গ্রামের আবদুল মজিদ বলেন ভগবানপুর গ্রামে খনন প্রকল্পের চুনাপাথরের আলমত দেখেছেন তারা। তবে ১৫ থেকে ২০ দিন ধরে খনন কাজ বন্ধ রয়েছে বলে তারা জানান। গ্রামবাসীর দাবি এ খনন কাজ অব্যাহত থাক। তারা জানতে চায় এ এলাকায় ভূ-গর্ভে আর কী ধরনের খনিজ সম্পদ রয়েছে। এ বিষয়ে খনন প্রকল্পের নাম প্রকাশে অনিচ্ছুক দুজন কর্মকর্তা চুনাপাথরের আলামত পাওয়ার সত্যতা স্বীকার করলেও সরকারিভাবে ঘোষণা না দেয়া পর্যন্ত তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তারা জানান খনন কাজ অব্যাহত থাকবে। |