বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
যারা মেধাবী তারাই সঙ্গীতে টিকে থাকবে - রবি চৌধুরী
Published : Friday, 3 March, 2017 at 6:00 AM, Count : 533

শেখ রাজিয়া সূলতানা : নিজের দীর্ঘ ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি চৌধুরী। বিশেষ করে নব্বই দশকে রবি চৌধুরী মানেই ছিল বিশেষ চমক। তার প্রতিটি অ্যালবাম থেকেই নিয়মিত হিট-সুপারহিট গান বেরিয়ে এসেছে। নব্বই দশকের পর থেকে বেশ বেছে বেছে কাজ শুরু করেন এ শিল্পী। সেই ধারাবাহিকতা এখনও রয়েছে। তবে বর্তমানে তিনি সবচেয়ে বেশি ব্যস্ত রয়েছেন স্টেজ শো নিয়ে। প্রায় প্রতিদিনই কোন না কোন শোতে অংশ নিচ্ছেন রবি। এতটা বছর গানে পাড়ি দেবার পরও এতটুকু ক্লান্ত নন তিনি।
এ প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, শ্রোতাদের ভালোবাসার টানেই বারবার তাদের গান শোনাতে আসি। আমি একজন সঙ্গীতশিল্পী হিসেবে গর্বিত। কারণ সবার এরকম সৌভাগ্য হয় না শ্রোতাদের গান শোনানোর। তাদের আনন্দ দেবার। সেটা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। তাই সারা জীবন শ্রোতাদের গান শুনিয়ে যেতে চাই। কিন্তু শ্রোতারা আসলে শক্তি হিসেবে কাজ করেন। তাই স্টেজে উঠলে সব ক্লান্তি ভুলে যাই। আমি তো বড় শোগুলোতে অংশ নেই। কিন্তু দেখা যাচ্ছে এখন প্রতিদিনই প্রায় এ রকম মাপের শোতে কোন না কোন জায়গায় গান গাইতে হচ্ছে। কারণ শীতের রেশটা এখনও রয়েছে। শীতের মৌসুম শুরু হবার পর থেকে এখন পর্যন্ত বলা চলে টানা শোই করছি। গত কয়েকদিনে আশুলিয়া, বিবাড়িয়া, নরসীংদি, চিটাগাং ও ঢাকার বিভিন্ন স্থানে শো করেছি। এই শো এর টানা ব্যস্ততা চলবে পুরো মাসজুড়ে। কারণ যা শো হবার এর মধ্যেই হবে। বর্ষা মৌসুমে তো শো তেমন একটা আয়োজন হয় না। নতুন গান প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, নতুন গান বেশ কিছু তৈরি করে বসে আছি। আসলে পরিকল্পনা করে এগুলো বের করার সময় পাচ্ছি না। কারণ ওই একটাই। শো এর ব্যস্ততা। আশা করছি চলতি মাসের শেষের দিকে নতুন গান প্রকাশ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।
রবি আরও বলেন, অপার বাংলার নচি দা আমার অনেক প্রিয় শিল্পী ও সুরকার। শুধু আমারই নয়, এদেশে অসংখ্য সঙ্গীতপ্রেমীর কাছে তার জনপ্রিয়তা অনেক। তিনি আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। আমিও তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। তার সুরে কয়েকটি গান করেছি। সেটি নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করব। আর এটা খুব শিগগিরই হবে।
সঙ্গীতের সার্বিক অবস্থা নিয়ে রবি বলেন, খারাপ-ভালো সব কিছুতেই থাকবে। কিন্তু শ্রোতারা ভালোটাকেই শেষ পর্যন্ত গ্রহণ করবে। আর খারাপগুলো সময়ের স্রোতে হারিয়ে যাবে। যারা সত্যিই মেধাবী তারাই সঙ্গীতে টিকে থাকবে। এটা যুগে যুগে ঘটে আসছে। এখন প্রযুক্তির আবির্ভাব হয়েছে। ডিজিটাল দেশে বাস করছি আমরা। সব কিছু অনেক সহজ হয়ে গেছে। তবে গানটাকে এত সহজ ভাবলে হবে না। আমি মনে করি শেখার শেষ নেই। শেখার মানসিকতাটা সারা জীবন থাকতে হবে। এখন অনেক মেধাবী শিল্পী-সুরকার রয়েছে। কিন্তু তাদের উচিত ভালো কথা-সুরের গানের প্রতি মনযোগী হওয়া।
অডিও ইন্ডাস্ট্রির সার্বিক অবস্থা নিয়ে রবি চৌধুরী বলেন, আমরা যে সময়টা পার করেছি তা আর আসবে না। একটা রমরমা অবস্থা ছিল অডিও ইন্ডাস্ট্রির। বিভিন্ন উত্সবে লাখ লাখ ক্যাসেট বিক্রি হতো একজন শিল্পীর। এখন সব ডিজিটাল হয়ে গেছে। এটা ভালো। তবে রয়্যালিটির বিষয়টির সমাধান এখনও হয়নি। এই বিষয়ে কেমন যেন ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এর সুরাহা হলে ইন্ডাস্ট্রির অবস্থা ভালো হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com