বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
শিশুর বিকাশে বই
Published : Saturday, 4 March, 2017 at 6:00 AM, Count : 267

জগত্ চেনা
শিশুর হাতে ১ বছরের পর থেকেই বই তুলে দিন। এই সময়টা শিশু অল্প অল্প করে সব কিছু জানতে ও বুঝতে শিখে। ফুল, পাখি, প্রাণীর বই এই বয়সের জন্য প্রযোজ্য। বইটা প্লাস্টিকে মোড়ানো হলে সবচেয়ে ভালো হয়। এই বয়স থেকে বই নাড়াচাড়া করতে করতে সে চারপাশের জগত্ সম্পর্কে ধারণা পাবে।
কল্পনা শক্তি বৃদ্ধি
যে সব শিশু ছোট থেকেই বই পড়ে বা বইয়ের থেকে গল্প পড়ে শোনানো হয় তাদের কল্পনা শক্তি তার বয়সী অন্য শিশু থেকে বেশি হয় যারা বই পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, যাদের কল্পনা শক্তি বেশি তারাই অন্যদের তুলনায় সৃষ্টিশীল কাজে বেশি ভালো করে।
পড়াশোনায় আগ্রহ বাড়ে
বইয়ের প্রতি ভালোবাসা থাকলে পড়াশোনায় আগ্রহ জন্মায় খুব সহজে। যদিও পড়াশোনা মানেই অনেকের ধারণা শুধু প্রতিষ্ঠান স্কুল, কলেজের পড়া। তা একদমই সঠিক নয়। শিশু ছোট থেকে বই পড়লে তার জ্ঞান অর্জনের স্পৃহা বাড়বে, নতুন কিছু জানতে ও শিখতে চাইবে। আর বই পড়েই সে তার জ্ঞানের ক্ষুধা খুব সহজেই মেটাতে পারে। তাই আগ্রহ মেটাতে বই আর পড়াশোনার কোনো বিকল্প নেই।
মনকে আলোকিত করে
মানুষের মন একটা ঘরের ন্যায়। সে ঘরের আলো হচ্ছে বই। তাই তাকে জাগ্রত করতে হলে ছোট থেকেই বই হাতে দিতে হবে। তাহলে শিশুর মন আরও বেশি আলোকিত হবে।

- জীবনযাপন ডেস্ক



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com