বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
কাশি থেকেও হতে পারে হার্ট অ্যাটাক!
Published : Sunday, 5 March, 2017 at 6:00 AM, Count : 424

হার্ট অ্যাটাক সাধারণ অন্য সব রোগের মতো নয়। অবহেলার কারণে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা বেশিরভাগ সময় মনে করি হার্ট অ্যাটাকের লক্ষণ হিসেবে বুকে ব্যথা হবে। তবে বুকে ব্যথা ছাড়াও কিছু লক্ষণ আছে যা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। বাংলাদেশে ৪০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা হার্ট অ্যাটাকে মারা যান। হার্ট অ্যাটাকের সময় বেশ কিছু লক্ষণ দেখা যায়। তবে অনেকেই বুঝতে পারেন না বলে তাদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়
হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ: আপনার যদি দীর্ঘদিন কাশির সমস্যা থাকে এবং তার সঙ্গে সাদা বা গোলাপি কফ বের হয়। তবে বুঝতে হবে আপনার হার্ট ঠিকমা কাজ করছে না। এছাড়াও কফের সঙ্গে নিয়মিত রক্ত বের হলে এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হওয়ার সম্ভাবনা থাকে। হার্ট অ্যাটাকের প্রথম ও প্রধান লক্ষণ হয় বুকে ব্যথা। সাধারণত বুকের মাঝখান থেকে প্রচণ্ড চাপ ব্যথা অনুভূত হয়। আস্তে আস্তে সেই ব্যথা চোয়ালে অথবা বাম কাঁধ ও বাহুতে ছড়িয়ে পড়ে থাকে। এই রকম ব্যথা দেখা দিলে অব্যশই চিকিত্সকের পরামর্শ নিতে হবে। যদি কাজের মধ্যেই আপনি প্রায়ই হঠাত্ করে অজ্ঞান হয়ে যান, তাহলে বুঝবেন হার্টের সমস্যা রয়েছে। এটি যদি কোনো দুশ্চিন্তার কারণে না হয়ে থাকে তবে দ্রুত কোনো রকম ঝুঁকি না নিয়ে চিকিত্সকের পরামর্শ নিন। আপনি যদি অনেক বেশি নার্ভাস থাকেন বা কোথাও থেকে দৌড়ে আসেন আপনার পালস রেট ওঠানামা করতে পারে। তবে এটি যখন কোনো কারণ ছাড়াই ওঠানামা করে সেটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিতভাবে যদি এই সমস্যা দেখা দেয় তবে অতিসত্ত্বর চিকিত্সকের পরামর্শ নিন। আপনি কি অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন? কিছুক্ষণ কাজ করলে বুক ধড়ফড় করে? তবে আপনি এখনই কোনো হার্টের চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। বিশেষ করে নারীদের হার্টের সমস্যার প্রধান লক্ষণ এটি হয়ে থাকে। যখনই প্রচণ্ড মাথাব্যথা হয়, আমরা ওষুধ খেয়ে থাকি। কিন্তু জানেন কি, হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ হলো প্রতিদিনকার প্রচণ্ড মাথাব্যথা। আপনার বিভিন্ন অঙ্গে বিশেষ করে হাত-পায়ের গিঁট ব্যথা ও ফুলে যাওয়া সরাসরি হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তবে দীর্ঘদিন হলে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। অতিরিক্ত ঘাম হওয়া হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। বিশেষ করে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে বুকেব্যথা ছাড়া অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড়, হঠাত্ শরীর খারাপ লাগা শুরু হলে অব্যশই চিকিত্সকের কাছে যেতে হবে।
- স্বাস্থ্যকথন ডেস্ক



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com