বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
বিশ্বাসযোগ্য হচ্ছে গুগল এক্সের বেলুন ইন্টারনেট
Published : Monday, 6 March, 2017 at 6:00 AM, Count : 256

যেখানে ইন্টারনেট সুবিধার জন্য অবকাঠামো তৈরি অসম্ভব সেসব এলাকায় ২০১৩ সালে বেলুন উড়িয়ে ইন্টারনেট সেবা প্রকল্প শুরু করেছিল গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। ‘প্রজেক্ট লুন’ নামের ওই প্রকল্প পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে হঠাত্ করেই তা চলে এসেছে বাস্তবের কাছাকাছি!
অ্যালফাবেট-এর এক্স ইউনিট প্রধান অ্যাস্ট্রো টেলার এক ব্রেকথ্রু এর ঘোষণা দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।
অ্যাস্ট্রো টেলার জানান, এই ইন্টারনেট বেলুন ‘প্রোজেক্ট লুনের’ নেভিগেশন অ্যালগরিদম সিস্টেম উন্নত করা হয়েছে। ‘বায়ুমন্ডলের স্ট্র্যাটসফিয়ার অঞ্চলে বাতাসের বিরুদ্ধে গিয়ে বেলুন রাখাটা খুবই কঠিন কাজ হয়ে গিয়েছিল। আর এই নেভিগেশন সিস্টেমের দ্রুত উন্নয়নের ফলেই এ প্রজেক্ট বাস্তবের পথে রয়েছে,’ বলেন তিনি।
টেলার আশা করেন, সামনের দিনগুলোতে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করে সত্যিকারের ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট সেবা পৌঁছাতে কাজ করবে অ্যালফাবেট। এই প্রকল্পের আওতায় প্রথম কোথায় সেবা দেয়া হতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা হঠাত্ করে সব জায়গায় যাবো না। যেসব স্থানে পরীক্ষা চালানো হচ্ছে সেখানকার স্থানীয় টেলিকম কোম্পানির সঙ্গে কাজ করবো আমরা। প্রসঙ্গত, গত এক বছর ধরে শ্রীলঙ্কায় বেলুন প্রকল্প নিয়ে কাজ করেছে গুগল। তবে আইনগত জটিলতার কারণে দেশটিতে এ প্রকল্প বন্ধ করে দিতে পারে প্রতিষ্ঠানটি।

- মুঠোয় বিশ্ব ডেস্ক



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com