শিরোনাম: |
বিশ্বাসযোগ্য হচ্ছে গুগল এক্সের বেলুন ইন্টারনেট
|
![]() অ্যালফাবেট-এর এক্স ইউনিট প্রধান অ্যাস্ট্রো টেলার এক ব্রেকথ্রু এর ঘোষণা দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার। অ্যাস্ট্রো টেলার জানান, এই ইন্টারনেট বেলুন ‘প্রোজেক্ট লুনের’ নেভিগেশন অ্যালগরিদম সিস্টেম উন্নত করা হয়েছে। ‘বায়ুমন্ডলের স্ট্র্যাটসফিয়ার অঞ্চলে বাতাসের বিরুদ্ধে গিয়ে বেলুন রাখাটা খুবই কঠিন কাজ হয়ে গিয়েছিল। আর এই নেভিগেশন সিস্টেমের দ্রুত উন্নয়নের ফলেই এ প্রজেক্ট বাস্তবের পথে রয়েছে,’ বলেন তিনি। টেলার আশা করেন, সামনের দিনগুলোতে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করে সত্যিকারের ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট সেবা পৌঁছাতে কাজ করবে অ্যালফাবেট। এই প্রকল্পের আওতায় প্রথম কোথায় সেবা দেয়া হতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা হঠাত্ করে সব জায়গায় যাবো না। যেসব স্থানে পরীক্ষা চালানো হচ্ছে সেখানকার স্থানীয় টেলিকম কোম্পানির সঙ্গে কাজ করবো আমরা। প্রসঙ্গত, গত এক বছর ধরে শ্রীলঙ্কায় বেলুন প্রকল্প নিয়ে কাজ করেছে গুগল। তবে আইনগত জটিলতার কারণে দেশটিতে এ প্রকল্প বন্ধ করে দিতে পারে প্রতিষ্ঠানটি। - মুঠোয় বিশ্ব ডেস্ক |