বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
এবার বর্জ্য দিয়ে তৈরি হলো ভাসমান শহর!
Published : Wednesday, 8 March, 2017 at 6:00 AM, Count : 252

বর্তমান ডেস্ক : বর্জ্য বাহ্যিক দৃষ্টিতে খারাপ একটি জিনিস হলেও সেই বর্জ্য দিয়েই তৈরি হচ্ছে বিদ্যুত্ হতে শুরু করে আরও কতোকছুি। এবার বর্জ্য দিয়ে তৈরি হলো ভাসমান শহর! জানা গেছে, প্লাস্টিকসহ নানা আবর্জনা দিনে দিনে গ্রাস করছে এই পৃথিবীকে। মানুষের ফেলা এসব প্লাস্টিক পেটে গিয়ে প্রতিদিন লাখ লাখ প্রাণির মৃত্যু ঘটছে। তবে এবার এই বর্জ্য দিয়ে তৈরি হলো ভাসমান শহর! তাই এখন থেকে এই বর্জ্যকে শুধু ফেলনা হিসেবেই নয়, একটি কাজের জিনিস হিসেবেও ভাবা হচ্ছে। যদি সত্যিই এমন হয় একটি সাগরের মাঝে ভাসছে একটি শহর। সেই শহর তৈরি করা হবে আবর্জনা দিয়ে! তাহলে আপনার কেমন লাগবে। ঠিক তাই ভবিষ্যতে মানুষের বসবাসের জায়গা হতে পারে ভাসমান বাড়ি। আর এগুলো তৈরি করতে লাগবে বর্জ্য। বর্জ্য দিয়ে তৈরি বাড়ি তৈরির বেলজিয়াম আর্কিটেক্ট ভিনসেন্ট ক্যালেবাউটের অভিনব ডিজাইন সাড়া ফেলে দিয়েছে গোটা দুনিয়ায়। তিনি এই নতুন ধারণার নাম দিয়েছেন ‘একোরিয়া’। প্রশান্ত মহাসাগরসহ সমগ্র বিশ্ব যখন ভাসমান আবর্জনা নিয়ে চিন্তিত পরিবেশবিদরা, ঠিক তখন ভিনসেন্ট ক্যালেবাউটের আইডিয়া ধরণাটিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। শহরটিকে ঠিকঠাক তৈরি করতে পারলে ২০ হাজার বাসিন্দা অনায়াসে এই ভাসমান বাড়িতে বসবাস করতে পারবেন সেখানে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com