বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
শিল্পকলায় ৭ দিনে ১২ নাটক
Published : Wednesday, 5 April, 2017 at 6:00 AM, Count : 286

বিনোদন প্রতিবেদক : আগামী ১১ এপ্রিল ভাষাসৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোত্সব ও স্মারক সম্মাননা ২০১৭’-এর আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১২টি নাটক নিয়ে ৭ দিনব্যাপী এই নাট্যোত্সবের আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় আয়োজক সূত্রে জানা যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয় এই নাট্যোত্সবের।
উদ্বোধনী দিনে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চস্থ হয় প্রাচ্যনাটের ‘কইন্যা’। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে বটতলার ‘ক্রাচের কর্নেল’। আজ মূল হলে মঞ্চস্থ হবে ভারতের দল কার্টেন কলের নাটক ‘পড়শি বসত করেন’। অন্যদিকে এক্সপেরিমেন্টাল হলে প্রদর্শিত হবে আয়োজক দলের ‘গহনযাত্রা’।
ভারতের একই দল ৭ এপ্রিল মূল হলে মঞ্চস্থ করবে ‘অন্তবিহীন’। এদিন পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে ময়মনসিংহের দল অন্বেষা থিয়েটারের ‘ভানু সুন্দরী’ নাটকটি। ৮ ও ৯ এপ্রিল পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে পদাতিকের ‘কাল রাত্রি’ ও থিয়েটার আর্ট ইউনিটের আলোচিত প্রযোজনা ‘আমেনা সুন্দরী’।
১০ এপ্রিল মূল হলে প্রদর্শিত হবে আরণ্যক নাট্যদলের ‘দ্য জুবলী হোটেল’ এবং বাতিঘরের ‘ঊর্ণাজাল’। আগামী ১১ এপ্রিল উত্সবের সমাপনী দিন। এদিন মূল হলে প্রদর্শিত হবে নাগরিক নাট্যাঙ্গনের ‘ক্রীতদাসের হাসি’। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে মহাকাল নাট্য সমপ্রদায়ের আলোচিত প্রযোজনা ‘শিখণ্ডী কথা’। প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে এসব নাটক।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com