রবিবার ৪ মে ২০২৫ ২১ বৈশাখ ১৪৩২
পিচিচি ও ইউরোপিয়ান গোল্ডেন স্যু মেসির
Published : Monday, 22 May, 2017 at 6:00 AM, Count : 250

ক্রীড়া ডেস্ক : মৌসুমটা বার্সেলোনার জন্য সফল হয়নি কিন্তু দলটির সেরা ফরোয়ার্ড লিওনেল মেসির ব্যক্তিগত অর্জনের কমতি নেই। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি ও ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন স্যু দুটোই জিতেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। রোববার রাতে লা লিগার ২০১৬-১৭ মৌসুমে নিজেদের শেষ ম্যাচে মেসির জোড়া গোলে এইবারকে ৪-২ ব্যবধানে হারায় বার্সেলোনা। একই সময়ে মালাগার মাঠে ২-০ গোলে জেতা রিয়াল মাদ্রিদই শেষ পর্যন্ত লা লিগার শিরোপা উত্সব করেছে। ৩৭ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলাদাতা হওয়া মেসি এ নিয়ে চতুর্থবারের মতো পিচিচি ট্রফি জিতলেন। এর আগে জিতেছিলেন ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ মৌসুমে। পিচিচি জয়ের তালিকায় রোনালদোকে পেছনে ফেললেন মেসি। ছুঁলেন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে। ৬টি পিচিচি ট্রফি নিয়ে এখনও শীর্ষে তেলমো জারা। ২০১২ সালের পর রিয়ালের লা লিগা পুনরুদ্ধারে এবার ২৫ গোল অবদান রাখা রোনালদো পিচিচি জিতেছেন তিনবার। এ মৌসুমে বার্সেলোনার হয়ে ৫০০ গোলের মাইলফলক ছোঁয়া মেসি ইউরোপিয়ান গোল্ডেন স্যু জিতেছেন স্পোর্তিং পর্তুগালের স্ট্রাইকারের বাস দোস্তকে পেছনে ফেলে। পর্তুগিজ লিগে সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক করা বাসের মোট গোল ৩৪টি। এ নিয়ে রোনালদোর সমান চারটি ইউরোপিয়ান গোল্ডেন স্যু জিতলেন মেসি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com