শিরোনাম: |
বাইরের ডাকে সাড়া দিলেন সোহেল রানা
|
সম্প্রতি সোহেল রানার সম্মতি পেয়েছেন নির্মাতা গাজী মাহবুব। ‘ভালোবাসা ২৪ঢ৭’ নামের ছবিটির মহরত হয় গত ১৮ মে। এতে আরও অভিনয় করবেন জায়েদ খান, আনোয়ারা, কাজী হায়াত্, রেসি, কাবিলা, নবাগতা সানাই প্রমুখ। ছবিটিতে জায়েদ খানের বড় ভাইয়ের চরিত্রে দেখা যাবে সোহেল রানাকে। ছবিটি প্রসঙ্গে সোহেল রানা বললেন, কয়েকদিন আগে নির্মাতা আমাকে গল্প শুনিয়েছেন। তাকে কথা দিয়েছি। সুস্থ থাকলে কাজটি করার ইচ্ছে আছে। নির্মাতা গাজী মাহবুব বলেন, আগামী মাসে ছবিটির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে জায়েদ খান ও নবাগত সানাইকে চুক্তিবদ্ধ করেছি। বাকি শিল্পীদের সঙ্গে মৌখিক কথাবার্তা। সমাজের সাম্প্রতিক ঘটনা নিয়ে কাহিনী সাজিয়েছি সোহেল রানা সবশেষ অভিনয় করেছেন মাশরুর পারভেজের ‘রাইয়ান’ ছবিতে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার। জুলাইয়ে এটি মুক্তি পেতে পারে। |