বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ ১ জ্যৈষ্ঠ ১৪৩২
বিরতির পর বিউটির ‘পাষাণ বন্ধু’
Published : Saturday, 27 May, 2017 at 6:00 AM, Count : 247

বিনোদন প্রতিবেদক : গানের প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’র প্রথম আসরে যারা বিজয়ী ছিলেন তারা প্রত্যেকেই পেয়েছেন তারকা খ্যাতি। বিশেষ করে লালনের গান গেয়ে তৃতীয় হওয়া বিউটির নাম ছড়িয়ে পড়েছিল দেশে-বিদেশে। যার পুরো নাম নাসরিন আক্তার বিউটি। শ্রোতা-ভক্তরা তাকে ভালোবেসে লালনকন্যা হিসেবেও ডাকেন।
নিয়মিতই গান করে চলেছেন বিউটি। তবে প্রায় দুই বছর ধরে কোনো একক অ্যালবাম নেই তার। সেই বিরতি ভেঙে ফিরছেন তিনি। নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন। জিয়াউদ্দিন আলম ফিচারিং বিউটি’র নতুন অ্যালবামের নাম ‘পাষাণ বন্ধু’।
নতুন গানের অ্যালবাম প্রসঙ্গে বিউটি বলেন, মাঝখানে আমি মা হয়েছি। বাচ্চা বড় হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চার বয়স এখন ১৫ মাস। আবার তাই কাজে ফিরতে পেরেছি। আশা করছি, আমার নতুন অ্যালবামটি মন ভরাবে শ্রোতাদের। ভালো কিছু গান নিয়ে ভিডিও নির্মাণের ইচ্ছেও আছে।
অ্যালবামের সবকয়টি গানের কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। মিউজিক করেছেন মুশফিক লিটু ও সজিব দাস। আসছে ঈদে ‘পাষাণ বন্ধু’ অ্যালবামটি ডিজিটালি জিপি মিউজিকে এক্সক্লুসিভলি প্রকাশিত হবে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে।
এরই মধ্যে অ্যালবামের গান বাছাইয়ের কাজ পুরোপুরি শেষ হয়েছে বলে জানান বিউটি। ‘পাষাণ বন্ধু’ হবে তার চতুর্থ একক অ্যালবাম।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com