শিরোনাম: |
বিরতির পর বিউটির ‘পাষাণ বন্ধু’
|
![]() নিয়মিতই গান করে চলেছেন বিউটি। তবে প্রায় দুই বছর ধরে কোনো একক অ্যালবাম নেই তার। সেই বিরতি ভেঙে ফিরছেন তিনি। নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন। জিয়াউদ্দিন আলম ফিচারিং বিউটি’র নতুন অ্যালবামের নাম ‘পাষাণ বন্ধু’। নতুন গানের অ্যালবাম প্রসঙ্গে বিউটি বলেন, মাঝখানে আমি মা হয়েছি। বাচ্চা বড় হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চার বয়স এখন ১৫ মাস। আবার তাই কাজে ফিরতে পেরেছি। আশা করছি, আমার নতুন অ্যালবামটি মন ভরাবে শ্রোতাদের। ভালো কিছু গান নিয়ে ভিডিও নির্মাণের ইচ্ছেও আছে। অ্যালবামের সবকয়টি গানের কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। মিউজিক করেছেন মুশফিক লিটু ও সজিব দাস। আসছে ঈদে ‘পাষাণ বন্ধু’ অ্যালবামটি ডিজিটালি জিপি মিউজিকে এক্সক্লুসিভলি প্রকাশিত হবে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। এরই মধ্যে অ্যালবামের গান বাছাইয়ের কাজ পুরোপুরি শেষ হয়েছে বলে জানান বিউটি। ‘পাষাণ বন্ধু’ হবে তার চতুর্থ একক অ্যালবাম। |