শিরোনাম: |
জীবন হোক দীর্ঘায়ু
|
![]() সঠিক খাবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভের প্রথম সূত্র হলো সঠিক খাবারের স্বভাব। প্রথম থেকেই সঠিক খাবার বাছাই করা শিখতে হবে এবং ভারসাম্যপূর্ণ খাবার গ্রহণ করতে হবে। পরিকল্পিতভাবে কিছু খাবার নিয়মিত গ্রহণের পাশাপাশি কিছু কিছু খাবার এড়িয়ে চলতে হবে। খাবারে শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ দীর্ঘায়ু লাভের জন্য! পর্যাপ্ত শরীরচর্চা নিয়মিত ও কার্যকর শরীরচর্চা হলো দীর্ঘায়ু লাভের দ্বিতীয় সিক্রেট! প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করতে হবে। সপ্তাহে কমপক্ষে ২০০ মিনিট শরীরচর্চা করতে হবে বলে মনে করেন ব্রায়ান ট্রেসি। সাঁতার, দৌড় বা জগিং বা দ্রুত হাঁঁটা নিয়মিত চালিয়ে যেতে হবে। পর্যাপ্ত ঘুম দীর্ঘায়ু লাভের তৃতীয় সিক্রেট হচ্ছে নিয়মমাফিক ঘুম। আধুনিক জমানায় এটা সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছেলে-বুড়ো থেকে শুরু করে সব বয়সী মানুষই ঘুমে অনিয়ম করে থাকে। ব্রায়ান ট্রেসি মনে করেন সুস্থ থাকতে হলে পর্যাপ্ত ঘুম জরুরি। রাত ১০টায় ঘুমিয়ে গিয়ে পরিপূর্ণ রাতের ঘুমের পরামর্শ দেন ব্রায়ান ট্রেসি। রাতে পর্যাপ্ত ঘুম দিনে সক্রিয় ও কর্মঠ থাকার পূর্বশর্ত। অনেকের কাছেই হয়তো এই সহজ পরামর্শগুলো মেনে চলা কঠিন তবে চেষ্টা করলে সবই সম্ভব। এই শর্তগুলো মেনে চললেই দীর্ঘায়ু এমনকি ১০০ বছর বাঁচা যাবে বলে আশা করেন ব্রায়ান ট্রেসি। তাহলে আর দেরি কেন? আজই নেবে পড়ুন দীর্ঘায়ু জীবনের লড়াইয়ে। - স্বাস্থ্যকথন ডেস্ক |