শিরোনাম: |
প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে শাহবাজ শরিফের আপত্তি
|
![]() নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এক পিএমএল-এন নেতা এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, ‘মুখ্যমন্ত্রীকে (শাহবাজ) পাঞ্জাবের ক্ষমতা ধরে রাখার পরামর্শ দেয়া হয়েছে, তিনি প্রধানমন্ত্রী হলে পাঞ্জাবের অবস্থা খারাপ হতে পারে। প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব শাহবাজ ভালোভাবে সামলাচ্ছেন। পাঞ্জাবে তার জায়গায় অন্য কেউ আসলে শাহবাজের সহায়তা নিয়ে ওই ব্যক্তি প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারলেও নির্বাচনকে সামনে রেখে তিনি রাজনৈতিক গতিবিদ্যাকে সামলাতে পারবেন না।’ আরেক নেতা বলেছেন, ‘নওয়াজ শরিফ ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন। এখন শুধু একজন ডামি প্রধানমন্ত্রী দরকার। আর এক্ষেত্রে শাহিদ খাকান আব্বাসিই ঠিক আছেন।’ ওই নেতা জানান, শুধু নওয়াজের ইশারায় কাজ করার জন্য প্রধানমন্ত্রী হয়ে তিনি অযথা নিজের ক্ষতি না করার পরামর্শ দেয়া হয়েছে শাহবাজকে।’ ওই নেতা আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী চলতে থাকলে শাহবাজকেও ইসলামাবাদ থেকে পাঞ্জাবকে পরোক্ষে সামলাতে সেখানকার জন্য ডামি মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে। তবে এতে তেমন একটা লাভ দেখছেন না ওই নেতা। এর চেয়ে শাহবাজের লাহোরে থেকে পাঞ্জাব সামলানোকেই শ্রেয়তর মনে করছেন তিনি। বেনামি সূত্রকে উদ্ধৃত করে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, পাঞ্জাবের নেতাদের দেয়া পরামর্শের সঙ্গে সহমত জানিয়েছেন শাহবাজ। তবে নিজে নিজেই তিনি সেই সিদ্ধান্ত নিতে পারেন না। আর এর জন্য সামনের দিনগুলোতে নওয়াজের সঙ্গে এ নিয়ে আলাপ করার কথা ভাবছেন তিনি। তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে নওয়াজের ওপরই। পাকিস্তানের সুপ্রিমকোর্ট শুক্রবার এক আদেশে বলেছে, পাকিস্তানের সংবিধান অনুযায়ী সত্ থাকার শর্ত ক্ষুণ্ন করায় রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব পালনের ‘যোগ্য’ নন তিনি। সুপ্রিমকোর্টের আদেশের কিছুক্ষণ পরেই পদত্যাগের ঘোষণা দেন নওয়াজ। এজন্যই শাহবাজকে পরবর্তী প্রধানমন্ত্রী করার কথা ভাবছে নওয়াজের মুসলিম লিগ। |