বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
নতুন বছরকে ঘিরে প্রত্যাশা ঢাকাই ছবির বাজার
Published : Monday, 1 January, 2018 at 6:00 AM, Count : 204

শেখ রাজিয়া সূলতানা : অনেক আশা জাগিয়ে শুরু হয়েছিলো সদ্য গত হওয়া ২০১৭ সাল সেই আশার সমুদ্রে সাফল্যের ঢেউ খুব একটা দেখা যায়নি তবে নবাব রাজনীতি সুলতানা বিবিয়ানা হালদা ডুব অন্তর জ্বালা ছবিগুলো চলচ্চিত্রের বাজারকে দিতে পেরেছে খানিকটা স্বস্তি আর ঢাকা অ্যাটাক প্রযোজক, নির্মাতা, দর্শক তথা চলচ্চিত্রের মানুষদের নতুন করে আশার সমুদ্রে ভাসিয়েছে

সেই সাহসে নতুন করে বুক বেঁধেছে ঢাকাই ইন্ডাস্ট্রি প্রত্যাশা, গতবারের চেয়েও বেশি সফল ছবির দেখা মিলবে নতুন বছরে এরই মধ্যে বিগ বাজেটের, চমত্কার গল্পের, সফল কিছু জুটির সিনেমা তৈরিও হয়ে আছে বছর বাজিমাত করতে এবার কেবল অপেক্ষার পালা, সাফল্যের দৌড়ে কে কতটা এগিয়ে থাকতে পারেন চলতি বছরটা মাতিয়ে দিতে এমন আশা জাগানিয়া কিছু চলচ্চিত্রের নাম পরিচয়  দেখে নেয়া যেতে পারে

জান্নাত: কথা ছিল ২০১৭ সালেই মুক্তি পাবে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত ছবিটি কিন্তু নানা কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি আশা করা যাচ্ছে নতুন বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসকে সামনে রেখে ছবিটি মুক্তি পাবে সারাদেশে নির্মাতার মতে, যেহেতু গেল বছর ছবিটি মুক্তি দেয়া গেলই না তাই তাড়াহুড়ো করতে চাই না ভালো একটি সপ্তাহ দেখে জান্নাত মুক্তি দেয়া হবে

বলার অপেক্ষা রাখে না, এই ছবিটিকে ঘিরে অনেক প্রত্যাশা ঢাকাই ছবির বাজারে কাকরাইল পাড়ায় ছবিটির অনেক প্রশংসাও শোনা গেছে হল বুকিং এজেন্টরা আগ্রহ দেখাচ্ছেন ছবিটি নিয়ে এর মূলে রয়েছে দুর্দান্ত ব্যবসা সফল ছবি পোড়ামন খ্যাত জুটি সাইমন-মাহি জান্নাত ছবি দিয়ে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধলেন তারা এখানেও রয়েছে পোড়ামন ছবির মতোই হূদয় ছোঁয়া এক প্রেমের গল্প রয়েছে জীবনের নানামুখী বাস্তবতার চিত্র, ধর্ম ব্যবসায়ীদের চক্রান্তের শিকার হওয়া যুবসমাজের করুণ চিত্র তার থেকে উত্তরণের কাহিনী ছবিটি নিয়ে আশাবাদী সাইমন-মাহিও তাদের দুজনই প্রত্যাশা করেন, পোড়ামন সাফল্য ছাড়িয়ে যাবে এই ছবিটি

সুদীপ্ত সাঈদ খানের চিত্রনাট্যে ছবিটিকে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ এতে রয়েছে বেশ কিছু শ্রুতিমধুর গান এসব গান দর্শকের মনের অনেকদিন দাগ কাটবে বলে প্রত্যাশা নির্মাতা মানিকের

বিজলি: চিত্রনায়িকা ববি গেল বছর নতুন পরিচয় নিয়ে হাজির হয়েছেন ইন্ডাস্ট্রিতে সেটি হলো প্রযোজক ববি প্রথমবারের মতো প্রযোজনায় এসেছেন তিনি আর প্রথমেই হাতে নিয়েছেন বিগ বাজেটের এক সিনেমা যেখানে নিজেই হাজির হবেন মূখ্য চরিত্র বিজলি হয়ে তাকে দেখা যাবে সুপারম্যান বা কৃষ মতো সুপারহিরোদের স্টাইলে বিদ্যুতে যার বিশেষ ক্ষমতা

এরই মধ্যে ছবিটি নিয়ে চলছে হৈ চৈ ববির প্রযোজনার ছবিটি পরিচালনা করছেন তারই প্রিয় নির্মাতা ইফতেখার চৌধুরী সিনেমাতে ববির নায়ক হিসেবে আছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর বিগ বাজেটের সিনেমা বিজলি শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড আইসল্যান্ডে এর ভিএফএক্স হয়েছে হলিউডে



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com