মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
ভালো থাকুক ত্বকের লাবণ্য
Published : Saturday, 3 February, 2018 at 6:00 AM, Count : 240

সৃষ্টিকর্তা আপনাকে যে চেহারা দিয়েছে তা পরিবর্তন করা সম্ভব নয় তবে মানুষের যে চেহারা তা চিরকাল সুন্দর থাকে না তাই চেহারার এই লাবণ্য এবং সৌন্দর্য ধরে রাখতে হলে আপনাকে ত্বকের কিছু যত্নআত্তি করতে হবে নয়তো আপনার ত্বকে তাড়াতাড়ি বলিরেখা পড়ে যাবে, ত্বক হয়ে যাবে শুষ্ক, রুক্ষ, লাবণ্যহীন তাই আপনার সৌন্দর্য ধরে রাখার জন্য টিপস অনুসরণ করতে হবে এতে আপনার ত্বক ভালো থাকবে আর আপনি থাকবেন চির সুন্দর-

সূর্যের তাপ থেকে দূরে থাকুন : সূর্যের তাপ থেকে সব সময় নিজের ত্বককে রক্ষা করুন সূর্যের তাপ সরাসরি

ত্বকের উপর পড়লে ত্বকের রঙ ধীরে ধীরে কালচে হতে শুরু করে কিন্তু আমরা যতই বলি সূর্যের আলোকে এড়িয়ে চলতে, ব্যস্ততাপূর্ণ এই জীবনে আসলেই কি তা সম্ভব? না নিত্যদিনের কাজে আমাদের বেড় হতেই হবে জন্য রোদে বের হবার আগে ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন ব্যবহার করুন যা আপনার ত্বকের সুরক্ষায় নিয়োজিত থাকবে

পানি : পানির অপর নাম জীবন পানি ছাড়া দেহ যেমন নিশ্চল, তেমনি ত্বকও নিশ্চল, প্রাণহীন হয়ে পড়ে সারাদিন প্রচুর পানি পান করুন সকালের শুরুটা করুন পানি পানের মাধ্যমে প্রতি ঘণ্টায় ঘণ্টায় এক গ্লাস করে অন্তত পানি পান করতে থাকুন পানি নিজের মানসিক শারীরিক শক্তি ঠিক রাখতেও সাহায্য করবে

মুখ ধোয়া : সারাদিনের কর্মব্যস্ততায় আমাদের মুখে ধুলাবালি লেগে থাকে ধুলাবালি আটকে মুখ ময়লা হয়ে যায় তাই সময় মত মুখ ধুয়ে নিন একটু পর পর মুখ ধুলে মুখের সব জীবাণু চলে যায় পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমাদের শরীরের সুস্থতাও অনেকটা নির্ভর করে

বেবী পাউডার : আগেই বলেছি, রোদে বের হবার আগে সানস্ক্রিন মাখুন তবে সানস্ক্রিন মাখার পর মুখে গলায় বেবী পাউডার মেখে নিন একটি তুলার সাহায্যে আপনি পাউডার নিতে পারেন পাউডার এমন ভাবে নেবেন যাতে কোথাও কম বেশি না হয়

অন্যান্য : মুখ কখনো সাবান দিয়ে ধুবেন না ত্বকের ধরন বুঝে ফেইস ওয়াশ কিনুন মুখে কোনোদিন ব্লিচ করবেন না ব্লিচ মুখের জন্য খুবই ক্ষতিকর দুপুর বেলার রোদ এড়িয়ে চলুন ধূমপানও আপনার মুখের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর            

- জীবনযাপন ডেস্ক



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft