শিরোনাম: |
বিয়ে করছেন রণবীর-দীপিকা
|
![]() বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে রণবীরের বাড়িতে পাকা কথা বলতে গিয়েছিলেন দীপিকার মা-বাবা। ওরলিতে তারা খাওয়া দাওয়াও সেরেছেন একসঙ্গে। বিয়ের দিন নিয়ে এখনই কোনো তথ্য না দিলেও কোথায় বিয়ে হবে এই নিয়ে দুই পরিবারের মধ্যে মতভেদ রয়েছে। দীপিকার মা-বাবা চান বিরাট-আনুষ্কার ধাঁচে ডেসটিনেশন ওয়েডিং। অন্যদিকে রণবীরের মা-বাবা চাইছেন মুম্বাইয়ে পরিবারের সকলকে নিয়ে ধুমধাম করে ছেলের বিয়ে দিতে। তবে দক্ষিণী মতেই যে তাদের বিয়ে হবে সে বিষয়টি নিশ্চিত। আর বিয়ের পর বলিউডের সেলিব্রেটিদের জন্য থাকবে গ্র্যান্ড রিসেপশন। |