শিরোনাম: |
ভারতীয় মিডিয়ায় শাকিব শাহরুখ পুত্র!
|
![]() যেখানে বলা হয়, শাহরুখ খানের পুত্র আব্রামের সঙ্গে ভারতীয়দের পরিচয়-ভালোবাসা তো রয়েছেই। এবার আরও একজন আব্রাম খান আমাদের নজর কেড়েছে, যে কি না বাংলাদেশের সুপারস্টারের শাকিব খানের পুত্র। এদিকে এসব পারিবারিক পর্বের মধ্যেই ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। কলকাতায় ‘ভাইজান এলো রে’-তে অংশ নেয়ার পর দেশে ফিরে কাজ করেছেন ‘সুপার হিরো’ ছবিতে। ২৮ তারিখ নিজের জন্মদিনে বেশ জমকালোভাবে কেক কেটেছেন। সেদিনই এসেছে ইউটিউবে ‘শাকিব খান অফিশিয়াল’ নামের চ্যানেল। মাঝে একদিন হাসপাতালেও ছিলেন। এরপর গতকাল স্কটল্যান্ডে উড়াল দিয়েছেন। শাকিব বলেন, স্কটল্যান্ডে জয়দীপ মুখার্জির ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিংয়ে অংশ নেব। টানা ১৫ দিন চলবে ছবির কাজ। স্কটল্যান্ড থেকে ফিরে শাকিব অংশ নেবেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ও আশিকুর রহমানের ‘সুপার হিরো’ সিনেমার শুটিংয়ে। |