শিরোনাম: |
বাংলাদেশকে ২ লাখ ডোজ ভ্যাকসিন দিচ্ছে মালদ্বীপ
|
![]() গতকাল বুধবার (৬ অক্টোবর) মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল মো. নাজমুল হাসানের মধ্যে এ বিষয়ে একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। মালদ্বীপ সরকারের উপহারের এই ভ্যাকসিন আগামীকাল শুক্রবার (৮ অক্টোবর) কাতার এয়ারওয়েজের ফ্লাইটযোগে দোহার হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শুভেচ্ছার নিদর্শন হিসেবে মালদ্বীপ সরকার কর্তৃক বাংলাদেশকে দেওয়া এই উপহার দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। |